বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ, ধারণা দিলেন মুশফিক
গতকাল নেপালকে ২১ রানে হারায় বাংলাদেশ। এই জয়ে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। ফলে নাজমুল হোসেন শান্তর দলের জন্য বড় চ্যালেঞ্জ থাকবে সেমি-ফাইনালের টিকিট পাওয়া।
মুশফিকুর রহিম অবশ্য বিশ্বাস করেন,বাংলাদেশ সেমি-ফাইনালে খেলার সামর্থ্য রাখে। গতকাল ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুশফিক বলেন, 'ভালো খেলছে যতদূর দেখলাম। সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। আমি এই আশা করি এবং দলের জন্য দোয়া করি।'
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক টেস্ট-ওয়ানডে খেলছেন নিয়মিত। জাতীয় দলের পরবর্তী খেলা নিয়ে মুশফিক বলেন, 'বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আছে। ইনশাআল্লাহ সেজন্য প্রস্তুত হচ্ছি। সবাইকে ঈদুল আজহার মোবারক জানাই।'
'সবাই যার যার পরিবার, আত্মীয়স্বজন ও গরীব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। সবাই যেন সহি সালামতে ও নিরপাদে কোরবানি করেন।'-যোগ করেন তিনি।
এসএইচ/এইচজেএস