টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ও ছক্কার নতুন বিশ্বরেকর্ড
ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে গেছে আজ (সোমবার)। এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র ২৭ বলে সেঞ্চুরির নতুন এই বিশ্বরেকর্ড গড়েছেন। চারদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নামিবিয়ার ব্যাটার জ্যান-নিকোল লফটি, সেটিও ভেঙে গেল আজ।
যদিও সবমিলিয়ে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৩ আইপিএল আসরে এই ক্যারিবীয় ‘ইউনিভার্স বস’ মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। ফলে তার করা দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও নেমে গেল দুই নম্বরে। সাইপ্রাসের বিপক্ষে ম্যাচটিতে এস্তোনিয়ার সাহিল চৌহান টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন। মাত্র ৪১ বলে ১৪৪ রানের ইনিংসে তিনি ছয় হাঁকিয়েছেন ১৮টি।
বিজ্ঞাপন
— ICC (@ICC) June 17, 2024
এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছয় ছিল ১৬টি। যৌথভাবে ওই রেকর্ডটি আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে ছিল। তাদের রেকর্ড ভাঙার ম্যাচে সাহিল ব্যাট করেছেন ৩৫১.২১ স্ট্রাইকরেটে।
আরও পড়ুন
সাহিলের এমন ইনিংসে ভর করে সাইপ্রাসের দেওয়া ১৯২ রানের লক্ষ্য পেরিয়ে জিতেছে এস্তোনিয়া। এ নিয়ে তারা ছয় ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম ম্যাচেও ১৯৬ রান করেছিল সাইপ্রাস, সেই ম্যাচটি এস্তানিয়া পেরোয় ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই। যদিও সেদিন গোল্ডেন ডাক নিয়ে ফেরেন ৩২ বছর বয়সী সাহিল।
এএইচএস