দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের শক্তিশালী এক বলয়ে থেকেও ক্রিকেটে অনেকটাই পিছিয়ে আছে নেপাল। হিমালয়ের পাদদেশের এই দেশটি আটকে আছে সহযোগী দেশের তকমা নিয়ে। তারাই কিনা এবার দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখল ১১৫ রানের মামুলি সংগ্রহে। দীপেন্দ্র সিং আইরে এবং কুশাল ভুর্তেল নাভিশ্বাস তুলেছেন আফ্রিকান ব্যাটারদের। সেইন্ট ভিনসেন্টে 'ডি' গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের বোলিং ইউনিট দিয়ে একপ্রকার চমকে দিয়েছে নেপাল। 

সেইন্ট ভিনসেন্টের এই পিচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পিচের তুলনায় ক্যারিবিয়ান পিচে কিছুটা অন্তত রানের দেখা মিলেছে। রিজা হেনড্রিকস আভাস দিয়েছিলেন বড় সংগ্রহ দাঁড় করানোর। কুইন্টন ডি কক আর এইডেন মার্করাম খুব বড় স্কোর না করলেও রিজাকে সঙ্গ দিয়েছিলেন। কিন্তু সেখান থেকেই কুশাল ভুর্তেল দেখালেন নিজের ভেল্কি। 

চতুর্থ ওভারে আইরের বলে কট এন্ড বোল্ড হয়ে ফেরেন ডি কক। এবারের আসরে একেবারেই হাসেনি অভিজ্ঞ এই উইকেটকিপারের ব্যাট। নেপালের বিপক্ষেও ছিলেন সাদামাটা। মোটে ১০ রান করে সাজঘরে তিনি। এরপর অধিনায়ক মার্করামকে নিয়ে রিজা হেনড্রিকসের ৪৬ রানের জুটি। তবে সেটার জন্য তারা খেলেছেন ১০ ওভারের কাছাকাছি। 

২২ বলে ১৫ করে তুলনামূলক ধীরগতিতে ছিলেন মার্করাম। তিনিই ফিরলেন আগে। কুশালের দিনের প্রথম শিকার হয়ে। হেনরিখ ক্লাসেন আর ডেভিড মিলার এলেন আর গেলেন। একজনের রান ৩, আরেকজন ৭। দুজনেই কুশালের বলে ক্যাচ দিয়েছে। রিজা মাঝে ফেরেন ৪৩ রান করে। ওপেনিং পার্টনার ডি ককের মতো তিনিও ফেরেন দীপেন্দ্র সিং আইরের বলে কট এন্ড বোল্ড হয়ে। 

শেষদিকে ত্রিস্টান স্টাবস যা একটু রানের দেখা পেয়েছেন। তার ১৮ বলে ২৭ রানের ওই ক্যামিও ইনিংসটাই প্রোটিয়াদের সংগ্রহ নিয়ে গিয়েছে ১১৫ পর্যন্ত। নেপালের হয়ে ৪ উইকেট কুশালের। আর ৩ উইকেট পেয়েছেন দীপেন্দ্র। 

জেএ