পাওয়ারপ্লেতে লজ্জার রেকর্ড দক্ষিণ আফ্রিকার
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া যেন অনেকটা অবধারিতই হয়ে আসছিল গেল কয়েক ম্যাচ ধরে। তবে আজ ব্যত্যয় ঘটালেন এইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে রান তাড়া চ্যালেঞ্জিং মনে করে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন। তবে তার এই সিদ্ধান্তকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশের বোলাররা।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে পাওয়ারপ্লেতেই প্রোটিয়াদের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছেন দুই পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। এরই সঙ্গে লজ্জার নজির গড়েছে প্রোটিয়া বাহিনী। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে প্রোটিয়া বাহিনীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫ রান। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পাওয়ারপ্লের ইতিহাসে এটি তাদের তৃতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।
বিজ্ঞাপন
এর আগে নিজেদের সর্বশেষ ম্যাচেই সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল মার্করামরা। নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ারপ্লেতে ৪ উইকেটের বিনিময়ে ১৬ রান তুলেছিল তারা। পাওয়ারপ্লেতে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি ২০২২ বিশ্বকাপে পার্থে ভারতের বিপক্ষে। সেবার ৩ উইকেটে ২৪ রান তোলে প্রোটিয়া বাহিনী।
এ ছাড়া চলতি বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের বিনিময়ে ২৭ রান তুলতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। মজার বিষয় হচ্ছে, পাওয়ারপ্লেতে নিজেদের সর্বনিম্ন রানের তিনটিই চলতি টুর্নামেন্টে গ্রুপপর্বের তিন ম্যাচে হয়েছে।
বিশ্বকাপে পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান
১৬/৪ বনাম নেদারল্যান্ড নিউইয়র্ক ২০২৪
২৪/৩ বনাম ভারত পার্থ ২০২২
২৫/৪ বনাম বাংলাদেশ নিউইয়র্ক ২০২৪*
২৭/২ বনাম শ্রীলঙ্কা নিউইয়র্ক ২০২৪
এফআই