শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। টাইগারদের ২ উইকেটের জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। দলের বিপদের মুখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন তিনি। তবে ধীরগতির ইনিংস খেলায় অনেকেই তার ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন তুলছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

লিটনের ৩৮ বলে ৩৬ রানের ইনিংস নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর এক শোতে তামিম বলেন, ‘আমাদের এমন একটা সুযোগ (আক্রমণাত্মক হওয়ার) ছিল। হ্যাঁ, শুরুতেই আমাদের এক-দুইটা উইকেট পড়েছে, এরপরও লিটনের সুযোগ ছিল আরেকটু আক্রমণাত্মক খেলার। ও খুবই নিরাপদে খেলেছে, এটা আমি উপভোগ করিনি। শুধু একজন ব্যাটারের কথা বলছি না, পুরো দলের কথা বলছি।’

বাংলাদেশ যেভাবে রান চেজ করেছে সেটাও উপভোগ করেননি তামিম, ‘বাংলাদেশ যেভাবে রান তাড়া করেছে, সেটা আমি উপভোগ করিনি। উইকেটের বিষয়ে কথা বলছি না। টি-টোয়েন্টিতে ১২০-১২৫ রান খুবই কঠিন স্কোর না।'

'এই রান তাড়া করার সবচেয়ে ভালো কৌশল হচ্ছে শীর্ষ তিন থেকে কারও দ্রুত রান তোলার চেষ্টা করা। প্রথম ৬ ওভারে দ্রুত রান তুলতে পারলে এটি সহজ হয়ে যায়। তাতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা রান রেটের চাপে পড়বে না।’-যোগ করেন তিনি।

লিটন ধীরগতির ইনিংস খেললেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রান করা এই ব্যাটারকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে তামিম বলেন, ‘অনেক কৃতিত্ব তাওহিদ হৃদয়কে। ওর ২০ বলে ৪০ রানের ইনিংস দেখলে মনে হয় সে (জয়ের) পরিস্থিতি তৈরি করে দিয়েছে।’

এসএইচ/এইচজেএস