মাঠে ওরা এগারো জন। মাঠের বাইরে আরও অনেকে খেলেছেন ১২তম খেলোয়াড় হিসেবে। ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা নেহাত কম না। নিউইয়র্ক আর বাদবাকি যুক্তরাষ্ট্র যোগ করলে সংখ্যাটা আরও অনেক বেশি। ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন পূর্ববর্তী এক গণনা থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিলেন  ৬ লাখের বেশি বাংলাদেশি। আর সবমিলিয়ে প্রবাসী সংখ্যা ছিল যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী বাংলাদেশির সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৭১০ জন। 

বিগত চার বছরে সেই সংখ্যা বেড়েছে সেটাও অনেকটা নিশ্চিত। যুক্তরাষ্ট্রে তাই বাংলাদেশের ক্রিকেটের সমর্থনের অভাব হওয়ার কথা ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দেখা গেল সেই চিত্র। লাল-সবুজের জার্সি আর পতাকা নিয়ে মাঠে হাজির হয়েছেন বিপুল সংখ্যক দর্শক। নেচেগেয়ে, উল্লাসে দলকে প্রেরণা দিয়ে গিয়েছেন পুরোটা সময়। 

বাংলাদেশও তাদের হতাশ করেনি। হোক না ২ উইকেটের জয়। তবে সেটাই প্রবাসী বাংলাদেশিদের এনে দিয়েছে মনে রাখার মতো এক অভিজ্ঞতা। ছবিতে দেখা নেয়া যাক বাংলাদেশের এমন সমর্থনের কিছু চিত্র। 

তাসকিনের বলে উইকেট গ্যালারিতে উল্লাস, বাংলাদেশের স্বপ্ন দেখার শুরু যেখানে
বাঘ ছাড়া বাংলাদেশের ক্রিকেট সমর্থন যেন অপূর্ণ
সমর্থন ছিল দুই পক্ষ থেকেই, তবে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশ
পোস্টারে লেখা সেই আবদার সত্য হয়েছিল বটে!
ভক্তের আবদার মেটালেন তাসকিন। ছবি পাঠিয়েছেন ফ্লোরিডা থেকে খেলা দেখতে যাওয়া জাহিদুল ইসলাম

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এমন সমর্থনকে স্মরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নিজেদের এক্স হ্যান্ডেলের এক পোস্টে প্রবাসী দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিসিবি লিখেছে 'আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন করতে আসা অসাধারণ সব দর্শকদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের শক্তি আর নিবেদন পুরো দলকে উজ্জীবিত করেছে।' 

যে জীবনে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ দুটোই মিলেমিশে থাকে
এ গর্জন বিজয় অর্জনের!
সাকিব রিয়াদের জন্য ভক্তদের ভালোবাসা

জেএ