বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে বাংলাদেশ ১৪ গোল হজম করেছে। ম্যাচ প্রতি তিনটির বেশি। কখনো ম্যাচের শুরুতে গোল হজম করে ছন্নছাড়া আবার কখনো ম্যাচের শেষে হজমে পয়েন্ট হাতছাড়া। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেদের গোল হজমের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন,‘আসলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমরাও নিজেরাও ভাবি শেষ মুহূর্তে কেন গোল হজম করছি মনসংযোগ না ফিটনেসের ঘাটতি। এটা আমার একার পক্ষে উত্তর দেওয়া কঠিন।’

আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। এটিই বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপের শেষ হোম ম্যাচ। তাই বাংলাদেশ অধিনায়ক একটু বাড়তি পারফরম্যান্স দেখাতে চান,‘এটাই আমাদের শেষ হোম ম্যাচ। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল, আমরা হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে কিছু একটা করতে চাই।’

অধিনায়কের সুরেই কথা বলেছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মাত্র তিন দিনের স্বল্প প্রস্তুতিতে বিশ্ব র‌্যাংকিংয়ে ২৪ নম্বর দলের সঙ্গে খেলতে নামছে বাংলাদেশ। এই প্রসঙ্গে বলেন, ‘হ্যাঁ অতি স্বল্প প্রস্তুতি আমাদের কিন্তু আমরা ইতিবাচক ভালো কিছু করার ব্যাপারে।’

গোলের খেলা ফুটবল ভালো কিছু করতে হলে নিজেদের পোস্ট অক্ষত রেখে প্রতিপক্ষের জালে পাঠাতে হবে। যেটা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বেশ দুরুহ। তাই শুরুর দিকে বেশ সতর্ক অবস্থানে থাকতে চান কোচ,‘মেলবোর্নের ম্যাচের তুলনা করলে কাল আমরা উন্নতি করতে চাই। এবার আগেই আমরা এবার গোল হজম করতে চাই না। প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। কঠিন ম্যাচে নিজেদের সামর্থ্য দেখাতে চাই। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা কঠিন করতে চাই।’

অস্ট্রেলিয়া ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না গুরুত্বপূর্ণ ফুটবলার বিশ্বনাথ ঘোষকে। যার ডিফেন্সের পাশাপাশি আক্রমণে সহায়তা বিশেষত লম্বা থ্রো প্রতিপক্ষের জন্য হুমকি। বিশ্বনাথকে না পাওয়া নিয়ে কোচ পেশাদার মন্তব্যই করেছেন,‘ ইনজুরি, কার্ড এগুলো খেলারই অংশ। এটা তাদের (বিশ্বনাথ ও মজিবুর রহমান জনি) জন্য বড় মিস ঘরের মাঠে অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারছে না। যারা সুযোগ পাবে তাদের জন্য আবার দারুণ সুযোগ।’ ইনজুরি কাটিয়ে তারিক কাজী ও মোরসালিন ফেরাকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ। 

২০১৫ সালের পর বাংলাদেশ আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ খেলবে। বিষয়টি শুধু খেলোয়াড়দের জন্য নয় সমর্থকদের জন্যও দারুণ বলছেন স্প্যানিশ কোচ, ‘এটা শুধু আমাদের জন্য নয় সমর্থকরাও অপেক্ষা করে আছে। আমরা সবাই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমরা নিজেদের মাঠে অনেকটাই শক্তিশালী। এটা সাবাই জানি। তা সব প্রতিপক্ষের বিপক্ষে। সুতরাং আমরা তৈরি খেলার জন্য।’

এজেড/এফআই