কিছুদিন আগেই বাংলাদেশ টাইগার্সের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে মেহেদি হাসান মিরাজ-মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। তাই এই দলের ক্যাম্পকে দ্বিতীয় জাতীয় দলের মতো মনে হচ্ছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে আজ বৃৃহস্পতিবার কথা বলেছেন জয়। সেখানো এই ওপেনার বলেন, ‘এখানে আমাদের দেশের সেরা কোচ আছেন, সিনিয়র ভাইরা আছেন। আমি বলব, এটা অনেকটা দ্বিতীয় জাতীয় দল। যেমন সুবিধার মধ্যে আমরা কাজ করছি, জাতীয় দলের মানের মতোই হচ্ছে।’

এদিকে এমন ক্যাম্প জরুরি দাবি করে জাতীয় দলের আরেক ওপেনার জাকির হাসান বলেন, ‘জাতীয় দলে যেমন হাই ইনটেনসিটির অনুশীলন হয়, এখানেও হচ্ছে। আমার মনে হয়, এখানে আরও লম্বা সময় হচ্ছে। যেহেতু জাতীয় দলে যত দিন করেছি সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি। ওখানে হয়তো এমন সারা দিন করার মতো সময় থাকে না। ক্লান্তি, বিশ্রাম, ম্যাচ প্রস্তুতির ব্যাপার থাকে। এখানে যেহেতু লম্বা সময় পেয়েছি, সারা দিন করে আরও বেশি বেশি এগোতে পারব।’

‘এরকম ক্যাম্প আমাদের জন্য খুবই জরুরি। এই যে ফাঁকা সময়টা... ফাঁকা সময় বলতে এখন তো আমাদের সামনের মৌসুম শুরু হবে, টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ হবে। যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এরকম বড় ফাঁকা সময় পেলে ছোট ছোট যে কাজ করার জায়গাগুলো আছে, কাজ করা যায়।’-যোগ করেন জাকির।

এসএইচ/এইচজেএস