দুই দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে নামবেন। সেমিফাইনালের দুই ম্যাচেই তিনি হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ। শুধু তাই না, তারই গোলে প্যারিস সেইন্ট জার্মেইনকে হারিয়ে ফাইনালে গিয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। তবে এতকিছুর পরেও মাটস হুমেলসের জায়গা হয়নি জার্মানির ইউরো স্কোয়াডে।

মার্চ মাসে হুলিয়ান নাগেলসম্যান কোচ হয়ে আসার পর থেকেই অবশ্য পরিকল্পনাতে নেই ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই সদস্য। শুধু তিনিই না, বাদ পড়েছেন আরেক পরিক্ষীত তারকা লিওন গোরেৎজকা। দুজনের বাদ পড়া নিয়ে জার্মান কোচের বক্তব্য ছিল, আমি তাদের সঙ্গে কথা বলেছি। বাদ পড়ার কারণে দুজনেই হতাশ। 

তবে দলে জায়গা না পেয়ে এবার কিছুটা বিরক্তিই প্রকাশ করলেন জার্মান ডিফেন্ডার হুমেলস। দেশটির গণমাধ্যম বিল্ড স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এই জার্মান ডিফেন্ডার সরাসরিই জানালেন নিজের মনোভাবের কথা, ‘আমি বুঝতে পারছি, এই দলটা গত মার্চ থেকেই একসঙ্গে খেলছে। তবে একজন খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য বিরক্তিকর। কারণ আমি জার্মানির সেরা পাঁচ সেন্টারব্যাকের একজন। আত্মবিশ্বাসের সঙ্গেই কথাটা আমি বলতে পারি।’

হুমেলসের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের হেড কোচ এডিন টারজিচ চলতি মাসের শুরুতেই বলেছিলেন, এই মুহূর্তে হুমেলসের সামনে দুইটি লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং দেশের মাটিতে ইউরো খেলা। তবে টারজিচের মন্তব্যের এক সপ্তাহ পরেই ইউরোর জন্য ঘোষিত দল থেকে বাদ পড়ে যান হুমেলস।

কেন বাদ পড়লেন দল থেকে, এমন প্রশ্নের উত্তরটাও জানেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, ‘আমি যদি তাকে ভালভাবে বুঝে থাকি, তাহলে আমার বাদ পড়াটা মূলত বয়সজনিত কোনো কারণ– হতে পারে ফিটনেস। এখন আমার যা অবস্থা, তা যদি মার্চের আগে দেখাতে পারতাম, তাহলে হয়ত আমিও ডাক পেতাম আর ইউরো খেলতে পারতাম। 

বয়স ৩৫ হতে চলেছে। চলতি গ্রীষ্মে বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তি শেষ হবে। হুমেলসের পরের ক্লাব কোথায়? উত্তরটা অবশ্য তিনি দিলেন না। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরেই জানাবেন কী করতে চান ‘আমি সবকিছু এটার পর (ইউসিএল ফাইনাল) বিবেচনা করব। জুনের কোনো এক সময় সিদ্ধান্ত নেয়া যাবে।’ 

তবে অবসরের ভাবনাটাও এখন অন্তত নেই হুমেলসের। ‘আমার মনে হয় অবসরটা সবার শেষ অপশন। আর যুক্তরাষ্ট্রেও যাওয়া হবে না। আমি এখনো ইউরোপে খেলতে চাই।’ 

জেএ