প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে কোনো আইসিসি ইভেন্টে খেলবেন রিশাদ হোসেন। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই লেগ স্পিনার। জানিয়েছেন বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথাও। আসরে হতে চান সেরা উইকেট সংগ্রাহক।

বিসিবির প্রকাশিত ভিডিওতে আজ সোমবার রিশাদ বলেন, 'আগের থেকে ভিন্ন ফল হবে আশা করি। নামের সঙ্গে আমি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি এটা দেখতে চাই। যেহেতু মূলত আমি বোলার। অলরাউন্ডার হিসেবেও নিজেকে অনেক দূর এগিয়ে নিতে চাই।'

সাম্প্রতিক সময়ে রিশাদ আস্থা অর্জন করেছেন তার বিগ হিটিং সামর্থ্যের জন্য। নিজের এমন বড় শট খেলার প্রবণতা নিয়ে তার মন্তব্য, ‘আমি চেষ্টা করেছি ব্যাটিংয়ে আরও উন্নতি করার জন্য। সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে। আমিও সবসময় চাই যে বাউন্ডারির দিকে বেশি শট খেলতে। ছক্কা মারার জন্য নিজের ওপর বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে বল করছে সেদিকে আমি খুব একটা ভ্রূক্ষেপ করি না। আমি শুধু বল বিবেচনা করি এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করি।’ 

আইসিসি ইভেন্টে পারফর্ম করাটা সবার জন্যই গর্বের। তাই বড় আসরে দেশের জার্সিতে নিজেদের সেরাটা দিতেই চান এই লেগ স্পিনার। এমনকি দেশের হয়ে বিশ্বকাপ খেলাটা তার কাছে স্বপ্ন পূরণের মতোই।

বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সবার প্রত্যাশা পূরণের আশা রিশাদের,  'এটা (বিশ্বকাপ) সবার জন্য সারাজীবনের স্বপ্ন। বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক গর্বের ব্যাপার। চেষ্টা করব সামর্থ্যের সর্বোচ্চটা দিতে।'

এসএইচ/এইচজেএস