পাওয়ারপ্লেতে ঝড়, শিরোপার সুবাস পাচ্ছে কলকাতা
সামনে ১১৪ রানের মামুলি টার্গেট। কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় শিরোপার জন্য খুব বেশি তাড়ার দরকার ছিল না। পিচ ভারী হয়ে আসার সুবাদে পরে ব্যাট করে স্বস্তিতেই আছে দুই বারের চ্যাম্পিয়নরা। ভুবেনেশ্বর কুমারের প্রথম ওভারটা দেখেশুনেই পার করেছিলেন গুরবাজ। পরের ওভারে সুনীল নারিন আউট হলেও, ভেঙ্কেটশ আইয়ার তুলেছেন ঝড়।
পাওয়ারপ্লের সেই ঝড়ের কল্যাণেই নিজেদের তৃতীয় শিরোপার সুবাস পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের ব্যাটিং ইউনিটের পর বোলিং ইউনিটও পুরোপুরি ব্যর্থ হয়েছে বড় ম্যাচে এসে। ভুবেনেশ্বর, প্যাট কামিন্স কিংবা থাঙ্গারাসু নটরাজনের কেউই স্বস্তি পাননি বোলিংয়ে এসে।
বিজ্ঞাপন
পাওয়ার প্লের ছয় ওভারেই কলকাতা স্কোরবোর্ডে তুলেছে অর্ধেকের বেশি রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭২ রান। জয়ের জন্য বাকি ১৪ ওভারে তাদের দরকার ৪২ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ছয় হাঁকান সুনীল নারিন। যদিও এর পরের বলেই কামিন্সকে নিজের উইকেট দিয়ে আসেন এই ক্যারিবিয়ান। ডিপ মিড উইকেটে ক্যাচ নেন শাহবাজ। ক্যাচ নেয়ার পর হায়দরাবাদের স্বল্প উদযাপনই দিয়ে ফেলেছিল অনেক বার্তা।
আরও পড়ুন
পরের ওভারে ভুবেনেশ্বরের ওপর চড়াও হন সদ্য ক্রিজে আসা ভেঙ্কেটশ আইয়ার। চলতি আসরে তিনি পাওয়ারপ্লেতে ব্যাট করেছেন ১৭৮ স্ট্রাইকরেটে। সেটাই ধরে রাখলেন আজ। দুই ছয় আর ১ চারে সেই ওভারে আসে ২০ রান। মাঝে দুই ওভারে রান খানিক নিয়ন্ত্রণে থাকলেও ৬ষ্ঠ ওভারে আবার ঝড় তোলেন ভেঙ্কেটশ আইয়ার।
পাওয়ারপ্লের শেষ ওভারে নটরাজনকে তিন চার আর এক ছয় হাঁকান ভেঙ্কেটশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ চার এবং ৩ ছয়ে করেছেন ১২ বলে ৪০ রান। তাকে সঙ্গ দিচ্ছেন রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে তার সংগ্রহ ২১ রান।
জেএ