লিটন-শান্তদের প্রমাণ করার কিছু নেই, বলছেন নির্বাচক
বিশ্বকাপের আগে বাজে সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা। দলের অভিজ্ঞ ব্যাটারদের এমন পারফরম্যান্সের প্রভাব পড়ছে দলে। তবে লিটন-শান্তদের নিয়ে খুব বেশি চিন্তিত নন হান্নান সরকার। বিসিবি নির্বাচকের মতে, দ্রুতই স্বরূপে ফিরবে দলের টপ অর্ডার ব্যাটাররা।
আজ বৃৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে হান্নান বলেন, ‘আমরা দেখছি আমাদের এক, দুই, তিন নম্বরে যেভাবে রান চাচ্ছি, সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম কিছুটা অবদান রেখেছে অভিষেকের পর। সৌম্য, লিটন সংগ্রাম করছে। শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না। কিন্তু তারা প্রমাণিত খেলোয়াড়। এখানে যদি তানজিদ তামিম ব্যর্থ হতো, তখন বিষয়টা অন্য রকমভাবে আসত। যারা আমাদের প্রমাণিত খেলোয়াড়—লিটন, সৌম্য, শান্ত এরা এমন না যে নতুন ক্রিকেট খেলছে। অনেক দিন খেলে নিজেদের প্রমাণ করেছে।’
বিজ্ঞাপন
‘এ পর্যায়ে এসে তাদের আর প্রমাণ না, তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। আমরা সেই ফর্মে ফেরার অপেক্ষায় আছি এবং সে ফর্ম যদি বিশ্বকাপের আগে ফিরে আসতে পারে, সেটাও আমাদের প্রাপ্তি হবে। শুধু আমি না, আমরা নির্বাচকেরা না, আমরা পুরো দেশ আশা করছি তারা ফর্মে ফিরে আসুক। মন থেকে সবাই চাচ্ছে। তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার। আমার বিশ্বাস, মূল ইভেন্টে ঢোকার আগে সে ফর্মটা ফিরে পাবে ইনশা আল্লাহ।’-যোগ করেন হান্নান।
টপ অর্ডার রান না পেলেও মিডল অর্ডার ভালো করছে বলে মনে করেন হান্নান। তিনি বলেন, ‘ব্যাটাররা রান করেনি, এর সঙ্গে পুরোপুরি একমত হব না। ব্যাটাররা রান করেছে। যদি নির্দিষ্ট করে বলতে চান, টপ অর্ডারে আমাদের রানটা হয়নি। মাঝখানে রিয়াদ, হৃদয়, জাকের এরা কিন্তু রান করেছে। টপ অর্ডারে আমরা সংগ্রাম করছি, এটা লুকানোর কিছু নেই। লজ্জার কিছু নেই। এটা বাস্তবতা।’
এইচজেএস