আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলেননি তাসকিন আহমেদ। টসের সময় এই পেসারের না থাকার কারণ স্পষ্ট করেননি নাজমুল হোসেন শান্ত। পরে জানা যায় চোটের কারণে আজ মাঠে নামতে পারেননি তাসকিন।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে জানান, তাসকিন চতুর্থ ম্যাচে বোলিং করতে গিয়ে পাঁজরে কিছুটা ব্যথা অনুভব করেন। সেই ব্যথা আজ সকালেও ছিল যে কারণে ম্যাচ খেলেননি এই পেসার। বর্তমানে তাসকিন পর্যবেক্ষণে রয়েছেন।

এই পেসারের চোট কতটা গুরুতর তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ তার স্ক্যান রিপোর্ট এখনও হাতে আসেনি। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বকাপে খেলতে পারবেন কি না? জবাবে তাসকিন বলেছেন, 'এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনের এই চোট ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে করিয়ে দেয়। সেবার চোটে পড়ে সেই মেগা টুর্নামেন্ট মিস করেছিলেন তাসকিন। বড় আসরের আগে এমন চোট যেন তাসকিনকে তাড়া করে বেড়ায়! ব্যাপারটা নিয়ে তাসকিন নিজেকে কিছুটা অভাগা মনে করেন কি না? এমন প্রশ্নের উত্তরে হাসিমুখে তাসকিন বলেছেন, 'একদমই না। আমি অনেক ভাগ্যবান।'

এইচজেএস