দশ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনটা বল হাতে দারুণ হলেও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব আল হাসান। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ১ রান করার পর আজ রোববার শেষ ম্যাচে করেছেন ১৭ বলে ২১ রান। 

নিজের ব্যাটিং নিয়ে খুশি নন সাকিব নিজেই। সেটা বোঝা গেল রোববারের খেলা শেষ হওয়ার পর। ম্যাচ শেষেই মিরপুরের মাঠে আবার ব্যাটিং করতে নেমে পড়েন সাকিব। 

মিরপুর শের-ই বাংলার সেন্টার উইকেটে ব্যাট শুরু করেন সাকিব। একজন নেট বোলারের সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পও। অনুশীলন শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আলাপও করেন সাকিব।

সাকিব আল হাসানের চোখ নিয়ে সমস্যা চলছে ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই। বিপিএলে একাধিকবার নিজেকে ব্যাটিং থেকে বিরত রেখেছিলেন তিনি। পরে ব্যাটিং শুরু করলেও মাথার পজিশনিং নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। সদ্য সমাপ্ত বিপিএল বা জিম্বাবুয়ে সিরিজের সাকিবের মাথার পজিশন নিয়ে জেগেছে কৌতুহল। 

সবমিলিয়ে সাকিব আল হাসান ব্যাট হাতে খানিক ভুগছেন সেটা স্পষ্ট। বিষয়টা সাকিব নিজেও জানেন ভালোভাবেই। মিরপুরে খেলা শেষ হতেই তাই সাকিব শুরু করেছেন নিজেকে ফিরে পাওয়ার মিশন। 

এসএইচ/জেএ