শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। সেই চোটে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন এই ওপেনার। এমনকি অনিশ্চিত হয়ে পড়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলাও। তবে সেসব শঙ্কা উড়িয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে গতকাল মাঠে নামেন সৌম্য। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে করেছেন ৪১ রান।

ম্যাচে ৫ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে এসে নিজের ইনজুরি নিয়ে সৌম্য বলেন, 'ফিট হওয়ার জন্য আমি শতভাগ কাজ করেছি। আরো কিছু ম্যাচ পেলে ভালো হতো। ডাক্তাররা যেটা ভালো মনে করেছে সেটাই, আজকে ভালো অনুভব করেছি।'

জিম্বাবুয়ের বিপক্ষে কষ্ট করে জিতলেও সৌম্য বলছেন, জয়ের অভ্যাসই গুরুত্বপূর্ণ, 'ম্যাচ জেতাটা সবসময়ই খুশির। এটা সবারই অনুভব করা উচিত। কীভাবে জিতেছি তার চেয়ে জেতার অভ্যাসটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দলের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। সামনে বিশ্বকাপ আছে ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে দেখা হয় কোনটা আমাদের জন্য ভালো।'

চলতি সিরিজে একাধিক ম্যাচে জিম্বাবুয়ের ৫ বা তার বেশি উইকেট হারানোর পর বড় জুটি গড়ে উঠছে। এ নিয়ে সৌম্য বললেন, 'সবসময় এমন হলে এটা তো চিন্তার। আমাদের বোলাররা আরো পরিকল্পনা করছে কিভাবে ভালো করা যায়। বোলারদের আরো ভালো লাইনে বল করতে হবে।'

এসএইচ/এইচজেএস