৩ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা চার ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। আজকের ম্যাচটি তাদের জন্য কেবলই মান বাঁচানোর লড়াই। অন্যদিকে ভারত নারী দলের সামনে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার সুযোগ।
বৃহস্পতিবার (৯ মে) সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল ৪টায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে নামছে ভারত।
বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, তিতাস সাধু, আশা সোবহানা, রাধা যাদব।
এইচজেএস