ঢাকায় ফিরছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ, দেখা যাবে ২০০ টাকায়
দুই ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি সিরিজের চট্টগ্রাম পর্ব। এবার শেষ দুটি ম্যাচ মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াতে যাচ্ছে। এই দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। শেষ দুই ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়, সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা।
এক বিবৃতিতে বিসিবি জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। এই অর্থে ম্যাচ দেখা যাবে পূর্ব গ্যালারিতে বসে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা। ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য এক হাজার টাকা। উত্তর দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে গুনতে হবে ৫০০ টাকা।
বিজ্ঞাপন
সিরিজের শেষ দুটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের দুইদিন আগে থেকে ম্যাচের দিন পর্যন্ত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট। অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে মিরপুর শের-ই বাংলার এক নম্বর গেইটের টিকিট কাউন্টারে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই ডিজিটাল টিকিট সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন
রোডেশিয়ানদের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সবশেষ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আনুষ্ঠানিকতা রক্ষার শেষ দুই ম্যাচে আগামী ১০ ও ১২ মে মিরপুরে মুখোমুখি হবে দুই দল। চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে।
গতকাল তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ নির্ধারিত ওভারে সংগ্রহ করেছিল ৫ উইকেটে ১৬৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৫৭ রান করেন তাওহীদ হৃদয়। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৪ রান করেছেন ফারাজ আকরাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন নেন ২ উইকেট।
এএইচএস