জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপ প্রস্তুতি, যা বললেন পাপন
মাস খানেক পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। অনেকেই ধারণা করছেন, বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য তেমনটা দেখছেন না।
আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ফিউচার ট্যুর প্রোগ্রামে এই সিরিজ ছিল বলেই আয়োজন করা হয়েছে। পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।’
বিজ্ঞাপন
পাপনের দাবি বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি আগেই শুরুর কথা ছিল, ‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’
পাপনের বিশ্বাস বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ দল, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুনরাও ভালো, সবমিলিয়ে ভালো একটা কম্বিনেশন আছে।'
এসএইচ/এইচজেএস