মুস্তাফিজুর রহমান নেই, মাথিশা পাথিরানাও নেই। দলের মূল দুই বোলার ক্যাম্প ছেড়ে গিয়েছেন। আরেক বোলার দীপক চাহারের অবস্থাও ভাল নয়। চেন্নাই সুপার কিংস অনেকটা নাজুক অবস্থায় শুরু করেছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ। তারপরেও ২৮ রানের দাপুটে এক জয় পেয়ে মাঠ ছেড়েছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। 

অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যেন মৌসুমের সবচেয়ে নাজুক সময়ে এসে সবচেয়ে কার্যকরী খেলা উপহার দিয়েছেন। ব্যাট হাতে ৪৩ রান আর বল হাতে ২০ রান খরচায় ৩ উইকেট। এই জয়ের পর চেন্নাই সুপার কিংস ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। 

অবশ্য চেন্নাইয়ের জন্য এই জয় সাময়িক স্বস্তি ছাড়া আপাতত আর বড় কোনো সুখবর দিতে পারছে না। পয়েন্ট টেবিলে তাদের সমান ১২ পয়েন্ট আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের। এদের মাঝে হায়দরাবাদ খেলেছে ১০ ম্যাচ। অর্থাৎ, পরের ম্যাচে জয় পেলেই চেন্নাইকে সরিয়ে তারা উঠে যাবে তিনে। 

১২ পয়েন্ট পেতে পারে দিল্লি ক্যাপিটালসও। পরের ম্যাচে জিতলে তাদেরও পয়েন্ট হবে ১২। তবে এত জটিলতার মাঝেও চেন্নাইয়ের সামনে প্লে-অফের রাস্তা বেশ সহজই বলা চলে। নিজেদের শেষ ৩ ম্যাচ থেকে অন্তত দুই ম্যাচ জিতলেই তারা চলে যাবে সেরা চারে। 

আইপিএলে গত তিন আসরেই ১৬ পয়েন্ট পেলেই প্লে-অফ নিশ্চিত করেছে দলগুলো। সেই ধারায় চেন্নাইকেও দেখা যাবে প্লে-অফে। আর পরের ৩ ম্যাচেই জিতলে কোনপ্রকার শঙ্কা ছাড়া ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে চলে যাবে গায়কোয়াড়ের দল। 

তবে ১৬ পয়েন্ট পেলেও চেন্নাইয়ের ভাগ্য ঝুলে থাকবে অন্যান্য দলের ওপর। বিশেষত সানরাইজার্স হায়দরাবাদ বা লখনৌ সুপার জায়ান্টস চ্যালেঞ্জ জানাবে তাদের। তাই নিশ্চিতভাবে পরের তিন ম্যাচে জয় নিয়েই প্লে-অফে যেতে চাইবে চেন্নাই সুপার কিংস।  

জেএ