জিম্বাবুয়েকে টানা দুই ম্যাচে হারিয়ে যা বললেন শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষ হয়েছে। আজ রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এর আগে প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। টানা দুই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের দেওয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেশ অনেকটা সময় পর্যন্ত দিশেহারা ছিল বাংলাদেশের ব্যাটিং। এদিন ইনিংস বড় করতে পারেননি দুই টাইগার ওপেনার। তানজিদ তামিম ফেরেন ১৮ এবং লিটন দাস ফেরেন ২৩ রানে। বড় রান করতে ব্যর্থ অধিনায়ক শান্তও। শেষে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তাওহীদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ জুটি।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলছিলেন, 'বোলিং দুর্দান্ত ছিল, তবে আমরা বৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। এছাড়া ব্যাটারদের জন্য এটা সহজ নয় (ডিএলএস)। অনেক কিছুই রয়েছে যেখানে আমরা এখনও উন্নতি করতে পারি। জিম্বাবুয়ে মাঝ ওভারে সত্যিই ভাল ব্যাটিং করেছে, তবে আমি আমাদের বোলিং নিয়ে চিন্তিত নই।'
ওপেনারদের অবশ্য পুরোপুরি ব্যর্থ বলতেও রাজি নন শান্ত, ‘তামিম ও লিটন আমাদের ভালো শুরু এনে দিয়েছে, তাদের পার্টনারশিপ আমাদের রান তাড়া করার জন্য সুন্দরভাবে এগিয়েছে। পরের ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে।’
সিরিজের পরের ম্যাচ আগামীকাল বিকেল ৩টায় একই ভেন্যুতে। এরপরেই দুই দল ফিরবে ঢাকায় সিরিজের শেষ দুই ম্যাচের জন্য।
এসএইচ/জেএ