‘জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না’
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর মেগা আসরটির আগমুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তারা একটি সিরিজ খেলবে। যেখানে নিজেদের পুরোদমে ঝালিয়ে নিতে চায় টাইগাররা। তবে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমকপ্রদ এক মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আজ (শনিবার) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যেখানে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও ক্রিকেটার নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, হাসান মাহমুদ ও সাব্বির রহমানরাও উপস্থিত ছিলেন। শো-রুম উদ্বোধনের একপর্যায়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না।’
বিজ্ঞাপন
গতকাল (শুক্রবার) ডিপিএলে দীর্ঘ পাঁচ বছর পর সেঞ্চুরি পেয়েছেন সাকিব। এতদিন পর নিজের সেঞ্চুরিখরা কাটানোয় তিনি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শুভেচ্ছা আশা করেছিলেন। এ নিয়ে সাকিব বলেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’
এরপরে সাকিব মজা করে জিম্বাবুয়ে সিরিজে খেলার বিষয়ে বলেন, ‘প্রথম তিন ম্যাচে তো সুযোগ পাইনি। পরের দুই ম্যাচে যদি নির্বাচকরা রাখেন। সেজন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলার জন্য। যেন তারা আমার দিকে তাকায়! আসলে ফাজলামি করছিলাম। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। শেষ দুটি ম্যাচ খেলার বিষয়ে কথা হয়েছে।’
আরও পড়ুন
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতেছে বাংলাদেশ। আগামীকাল (রোববার) দু’দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। সাকিব ও মুস্তাফিজুর রহমানের ফেরার কথা রয়েছে ১০ মে চতুর্থ ম্যাচ থেকে।
এসএইচ/এএইচএস