‘সংঘর্ষ’ হতে পারে আইপিএল-পিএসএলের!
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দুটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের টুর্নামেন্ট দুটি এর আগে একই সময়ে অনুষ্ঠিত হতে দেখা যায়নি। তবে আগামী বছর একই সময়ে আয়োজনের মাধ্যমে সংঘর্ষ হতে পারে আইপিএল-পিএসএলের। সাধারণত এপ্রিলের দিকে প্রতি বছর আইপিএলের আসর বসে। পিএসএলের পরবর্তী আসরও নির্ধারণ করা হয়েছে এপ্রিল-মে মাসে।
আজ (শনিবার) এক সভা শেষে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে তারা দেখিয়েছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনকে। এই টুর্নামেন্টটি শেষ হলেই পিএসএল আসর আগামী বছরের ৭ এপ্রিল থেকে ২০ মে’র মাঝে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমেই টুর্নামেন্টটির মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে আইপিএলের সঙ্গে। এতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে বেশ ঝামেলায় পড়তে পারে দুই দেশ।
বিজ্ঞাপন
চলতি বছরের শুরুতে প্রায় একই সময়ে ৬টি ফ্র্যাঞ্চাইজি লিগের আসর বসেছিল। তার মধ্যে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আরব আমিরাতের আইএল টি-২০, দক্ষিণ আফ্রিকার এসএ টি-২০, অস্ট্রেলিয়ার বিগব্যাশ, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ ও পিএসএল। যদিও টুর্নামেন্টগুলো শুরু হয়েছিল কিছুটা আগে-পরে। তবে একই সময়ে চলেছে অন্তত ৩–৪টি লিগ। সে কারণে ঠিকমতো বিদেশি ক্রিকেটারদের কিনেও খেলাতে পারেনি বিপিএলসহ অন্য টুর্নামেন্টগুলো।
— Cricket Pakistan (@cricketpakcompk) May 4, 2024
একইভাবে আইপিএল ও পিএসএলের সময় কাছাকাছি হলেও বড় জটিলতায় পড়তে পারে দেশ দুটি। বিশেষত আইপিএল তুলনামূলক বেশি জনপ্রিয় আসর ও টাকার অঙ্কে বেশ এগিয়ে থাকায় সেদিকেই বেশি ঝোঁকার সম্ভাবনা আছে ক্রিকেটারদের। যার নেতিবাচক ফল দেখতে হতে পারে পাকিস্তানকে! কেবল খেলোয়াড়ই নয়, ম্যাচগুলোও প্রায় একই সময়ে শুরু হওয়ার কারণে সম্প্রচার কিংবা ভিউয়ারশিপও ভাগাভাগি হতে পারে দুই লিগের।
আরও পড়ুন
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির স্বাভাবিক উইন্ডোতে (ফেব্রুয়ারি-মার্চে) আয়োজন করা হবে। সে কারণে পিএসএল অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল থেকে ২০ মে’র মধ্যে। পরবর্তী আসরে (পিএসএল) প্লে-অফের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। তার আগে প্রথম রাউন্ডে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির দলগুলো নিজেদের হোম ভেন্যুতে কমপক্ষে পাঁচ ম্যাচ করে আয়োজন করবে। তবে ভেন্যুর সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে।’
নয় বছর আগে থেকেই আইপিএলের একই সময়ে টুর্নামেন্ট আয়োজন না করার রীতি মেনে আসছিল পিএসএল কর্তৃপক্ষ। চলতি বছরের আসর অনুষ্ঠিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু পরের বছর আর তেমনটা সম্ভব নয়, ফেব্রুয়ারির মাঝামাঝিতে হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আয়োজন করেই পিএসএলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবির চিফ অপারেটিং অফিসার সালমান নাসের।
এএইচএস