৩ উইকেট পেয়ে সাইফউদ্দিন বললেন, ‘তবুও জায়গা অনিশ্চিত’
সবশেষ ২০২২ সালে জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে চলমান জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ ১৮ মাস পর আবার জাতীয় দলে ফিরলেন সাইফ। আর ফেরার দিনটা বল হাতে রাঙিয়ে রাখলেন এই পেস বোলিং এই অলরাউন্ডার।
এদিন দলের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। দীর্ঘ দিন পরে জাতীয় দলে ফিরে কিছুটা নার্ভাস ছিলেন সাইফউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানিয়েছেন এর আগে কখনো এমনটা হয়নি।
বিজ্ঞাপন
দুর্দান্ত পারফর্ম করলেও মুস্তাফিজ ফিরলে একাদশে নিজের জায়গা পাওয়া নিয়েও সন্দেহ সাইফের। এ নিয়ে তিনি বলেন, 'সত্যি কথা বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম। এর আগে কখনও এতটা নার্ভাস ছিলাম না। আমার জন্য ভালো করাটা গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ (মুস্তাফিজ) আসবে। সেক্ষেত্রে সেরা একাদশে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে। তারপরও আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি ভালোটা দেয়ার। মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগত।'
১৮ মাস পর জাতীয় দলে ফিরে পারফর্ম করা নিয়ে সাইফউদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রায় ১৮ মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম। আমার জন্য কিছুটা কঠিন ছিল। বিশ্বকাপ দলে বা স্কোয়াডে যদি স্থায়ীভাবে সুযোগ পেতে চাই আমার কাছে পারফরম্যান্সের বিকল্প নেই। এর আগেও ২০২২ সালে শেষ মুহূর্তে আমি বাদ পড়ি পারফরম্যান্সের কারণে। এ কারণে অনেক সিরিয়াস ছিলাম পারফর্ম করার জন্য।'
এসএইচ/এইচজেএস