৮০ শতাংশ দল তৈরি ছিল আগে থেকেই। বাকি ২০ শতাংশ বেছে নেওয়া হয়েছে আইপিএল থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে সাংবাদ সম্মেলনে এমনটাই বললেন প্রধান নির্বাচক অজিত আগরকার। বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে কাদের খেলানো হবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

আগরকরকে প্রশ্ন করা হয়, ১৫ জনের দল বেছে নিতে আইপিএল কতটা ভূমিকা রেখেছে। জবাবে তিনি বলেন, 'আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই আমাদের আলোচনা হচ্ছিল। আমাদের মাথায় কয়েক জন ক্রিকেটারের নাম ছিল। তাদের পারফরম্যান্স ও ফিটনেসের দিকে আমাদের নজর ছিল। আমরা জানতাম যদি তিন মাসের মধ্যে কেউ চোট পায়, তা হলে বিকল্পও তৈরি রাখতে হবে। আমাদের চিন্তাভাবনা পরিষ্কার ছিল। ৮০ শতাংশ দল আমরা বাছাই করে রেখেছিলাম।'

তা হলে কি আইপিএলের পারফরম্যান্সের দিকে নজরই দেননি নির্বাচকেরা? দিয়েছেন। যে যে জায়গায় ক্রিকেটার দরকার ছিল সেই জায়গা পূরণ করার চেষ্টা করেছেন তারা। সেই তালিকায় পড়েন শিবম দুবে। তাকে নিয়ে রোহিত শর্মা বলেন, 'শিবম আইপিএলে ভালো খেলছে। মাঝের ওভারে বড় বড় শট খেলছে। ওর এই দক্ষতার জন্যই ওকে দলে নেওয়া হয়েছে। আশা করছি বিশ্বকাপেও শিবম ভাল খেলবে।'

বিশ্বকাপ দলে যে ১৫ জন ক্রিকেটার নেওয়া হয়েছে, তাদের নির্দিষ্ট পরিকল্পনা করেই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রোহিত। কোথায় খেলা হচ্ছে, সেখানকার পিচ ও পরিবেশ কেমন তা মাথায় রেখেছেন তারা। প্রথম একাদশও তার মাথায় মোটামুটি পরিষ্কার। তবে এখনই সে বিষয়ে খুব বেশি কিছু বলেননি ভারত অধিনায়ক।

রোহিত বলেন, 'আমি বেশি কিছু বলব না। কারণ, প্রতিপক্ষ দলও এই দিকে নজর রাখবে। আমি বেশি স্পিনার চেয়েছিলাম। কারণ, সকাল ১০-১০.৩০ টায় খেলা শুরু। তাই কিছু বিষয় মাথায় রাখতে হয়। আমি চার জন স্পিনার ও তিন জন পেসার চেয়েছিলাম। হার্দিক চতুর্থ পেসারের কাজ করতে পারে। দু’জন স্পিনার ব্যাটটাও ভাল করে। এতে হাতে বিকল্প বেশি থাকে। যেমন পরিস্থিতি থাকবে তেমন দল খেলবে।'

এইচজেএস