গত বুধবারও ম্যাচ খেলেছেন। কাউন্টি ক্রিকেটের সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে শিকার করেছিলেন ৩ উইকেট। অথচ পরদিন বৃহস্পতিবার এলো তার মৃত্যুর খবর। গতকাল হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জশ বেকার।

ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়েও খেলেছিলেন বেকার। ২০২১ সালে বয়সভিত্তিক দলে দেশের জার্সিতে দুটি ওয়ানডে খেলেছেন তিনি। বেকারের প্রথম শ্রেণির দল উস্টারশায়ার গতকাল এক বিবৃতিতে বেকারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে কোনো কারণ জানায়নি তারা।

উস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলি জাইলস বিবৃতিতে বলেছেন, ‘জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ দলে একজন সতীর্থের চেয়েও বেশি কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। আমরা তাকে মিস করব। জশের পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল বেকারের। এরপর ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। শিকার করেছেন ৭০ উইকেট।

এইচজেএস