বিশ্বকাপের দল নিয়ে যা বললেন শান্ত
আগামী ১জুন শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যার আগে ইতমধ্যে দল ঘোষণা করেছে প্রায় সব দেশ। তবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি বাংলাদেশ দল, কেবল আইসিসির কাছেই দল পাঠিয়েছে বিসিবি। তবে কেমন হতে পারে টাইগারদের বিশ্বকাপ দল, যা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য আভাস দিয়েছেন কিছুটা।
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে আজ বৃৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি, আর এই সিরিজে যে দলটা আছে। বিশ্বকাপে বেশির ভাগ খেলোয়াড় এখান থেকে যাবে। যদি সবাই সুস্থ থাকে। হ্যাঁ, দুই-একজন এদিক–ওদিক হতে পারে। তবে বেশির ভাগই এখান থেকে যাবে।’
বিজ্ঞাপন
জাতীয় দলে বেশকিছু জায়গায় সমস্যা চলছে দীর্ঘদিন ধরে। ওপেনারদের ব্যাটে রানখরা ছিল। ফিনিশার রোলে জাকের আলী অনিক বা রিশাদ হোসেন আসার আগে ভুগতে হয়েছিল অনেকটা দিন। তবে শান্তর মাথায় নেই এমন নির্দিষ্ট কিছু। অধিনায়ক চান সব বিভাগেই শক্তিশালী দল, ‘নির্দিষ্ট করে তিন-চারটা পয়েন্টে মনোযোগ থাকবে, এভাবে বলা মুশকিল। আমি চাইব প্রতিটি জায়গায় যেন ফোকাস থাকে। প্রতিটা জায়গায় যেন আমরা ভালোভাবে প্রস্তুত হয়ে বিশ্বকাপে যেতে পারি।’
এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বলেন, ‘সঠিক মাইন্ডসেট নিয়ে, খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজ খেলতে এসেছি। আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলি ৩-০, ৪-০, ৫-০ ব্যবধানে জিতব, ব্যাপারটা বাংলাদেশের প্রতি অসম্মান করা হবে। আবার যদি বলি বাংলাদেশ জিতবে, তাহলে এটা আমার দলকে অসম্মান করা হয়।'
সিকান্দার রাজার ভাষ্য, 'আমার মনে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের সামনে বিশ্বকাপ আছে, অনেক পরীক্ষানিরীক্ষার ব্যাপার আছে। ইনশাআল্লাহ, দুই দলের জন্যই ভালো সিরিজ হবে।'
'বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে সর্বশেষ সিরিজ হেরে গেলেও একটি ম্যাচ জিতেছিল। তাদের দলে ব্যাটিং ইউনিটের অনেক গভীরতা আছে। রিয়াদ ভাই ভালো খেলেছে, জাকের ভালো খেলেছে। তরুণরাও ভালো করছে।'-যোগ করেন রাজা।
এসএইচ/জেএ