শিভাম দুবে চলতি আইপিএলে ছিলেন দুর্দান্ত। চেন্নাইয়ের হয়ে এতটাই দ্যুতি ছড়িয়েছিলেন, বিশ্বকাপ দলেও ডাক পেয়ে যান। কিন্তু ভারতের বিশ্বকাপ দলে ডাক পাওয়া সকলেই যেন এবারে দুর্ভাগা। রোহিত শর্মা রান পাননি, হার্দিক পান্ডিয়া পেয়েছেন গোল্ডেন ডাক। দুবেও হাঁটলেন সেই পথেই। আর শিভাম দুবের দুর্ভাগ্যের দিনে চেন্নাইয়ের ব্যাটিংটাও যেন খুঁড়িয়ে হেঁটেছে। 

পুরোটা সময়ই বলতে গেলে আজ রাজত্ব করেছেন পাঞ্জাবের বোলাররা। দুই স্পিনার রাহুল চাহার এবং হারপ্রীত ব্রারের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে চেন্নাই ম্যাচে খেই হারিয়েছে বারবার। পুরো ইনিংসে ছক্কা ছিল মোটে ৪টি। আর চারের মার দেখা গিয়েছে ১৩ বার। অধিনায়ক গায়কোয়াড়ের ৬২ রানের পর ৩০ পেরোতে পারেননি আর কেউই। চেন্নাই থেমেছে ১৬২ রানে। 

পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা যদিও নেহাত মন্দ করেননি দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং রুতুরাজ গায়কোয়াড়। দুজনে মিলে এবারের আইপিএল চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি গড়েছেন। ৮ ওভার ১ বল পর্যন্ত দুজনেই ছিলেন দারুণ ছন্দে। স্কোরবোর্ডে ওঠে ৬৪ রান। 

এরপরেই পথ হারায় সিএসকে। হারপ্রীত ব্রারের বলে প্রথমে রাহানে ফিরেছেন রাইলি রুশোর হাতে ক্যাচ দিয়ে। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন দুবে। সেটা কাজে লাগাতে পারেননি তিনি। প্রথম বলেই বিগ শট খেলতে গিয়ে বল মিস করেছেন। হয়েছেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। 

এরপরেই প্রমোশন পেয়ে এসেছিলেন জাদেজা। টিকলেন চার বল, করেছেন ২ রান। রাহুল চাহারের বলে লেগ বিফোর তিনি। সামির রিজভীকে আনা হয়েছিল ইম্প্যাক্ট সাব হিসেবে। সেটা প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছিল বটে। 

সামির রিজভীকে নিয়ে রুতুরাজ গায়কোয়াড় জুটি গড়লেন ৩৭ রানের। তবে দুজনেই খেলেছেন ধীরগতির ইনিংস। সামির খেলেছেন ২৩ বলে ২১ রানের ছোট এক ইনিংস। তবে অপরপ্রান্তে রুতুরাজ ঠিকই নিজের কাজ করে গিয়েছেন। রানের চাকা রেখেছেন সচল। যদিও সেটা ঠিক টি-টোয়েন্টির জন্য আদর্শ না। তবে কার্যকরী ইনিংসে এদিন ঠিকই সর্বোচ্চ রানসংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন তিনি। 

দলীয় ১০৭ রানে ফেরেন সামির রিজভি। কাগিসো রাবাদার বলে হার্শাল প্যাটেলের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হন তিনি। গায়কোয়াড় ফিফটি পেয়েছেন এরপরেই। যদিও এরপরেই বিগশট খেলতে গিয়ে হয়েছেন আউট। আর্শদীপ সিংয়ের বলটা ব্যাটে লাগলেও স্ট্যাম্পে আঘাত করে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ফেরেন ৬২ রান করে। 

মঈন আলী আশাজাগানো শুরু করে ফিরেছেন ৯ বলে ১৫ করে। প্রত্যাশা ছিল বড় কিছুর। কিন্তু আজ তা আর হয়নি। আর্শদীপ সিংয়ের দুর্দান্ত শেষ ওভার থেকে বেশিকিছু আসেনি। বরং ইনিংসের শেষ বলে আউট হয়ে মৌসুমে প্রথমবার আউট হয়েছেন ধোনি।    

জেএ