বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন, উত্তর দেবেন রোহিত-আগারকার
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনাটা অনেকদিন ধরেই চলছিল। কারা সুযোগ পাচ্ছেন আর বাদই পড়ছেন কারা এমন জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সব জল্পনার অবসান হয়েছে। গতকাল (মঙ্গলবার) রোহিত শর্মাকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলের পিচের বৈচিত্র্যের কথা মাথায় রেখে দল সাজিয়েছে ভারত। তিন পেসারের পাশাপাশি দলে রাখা হয়েছে চার স্পিনার। তবে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বাদ পড়ায় স্কোয়াড নিয়ে প্রশ্ন উঠছে।
বিজ্ঞাপন
সাধারণত নির্বাচকরা দল ঘোষণা করে থাকেন। তবে এবার ভারত কিছুটা ব্যতিক্রমী পন্থায় নিজেদের দল ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর বসবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেটা মাথায় রেখে নিজেদেরে সোশ্যাল মিডিয়া এক্স-এ যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কয়ারের সুউচ্চ ভবনের দেয়ালে গ্রাফিক্স চিত্র অঙ্কন করে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বোর্ড।
প্রধান নির্বাচক অজিত আগারকার কিংবা অধিনায়ক রোহিত শর্মা এখনো দল নির্বাচন নিয়ে কথা বলেননি। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন প্রধান নির্বাচক এবং অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন আজ ১ মে। বুধবার মে দিবসের জন্য ছুটি থাকবে বিসিসিআই দফতরে। তাই ৩০ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। এদিন আবার আইপিএলে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের খেলা ছিল। অধিনায়ক রোহিত এই ম্যাচের জন্য ছিলেন লখনৌয়ে। তাই মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না তার পক্ষে। তাই রোহিত মুম্বাইয়ে ফেরার পর বৃহস্পতিবার তিনি এবং আগারকার বোর্ডের সদর দফতরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।
ভারতের ১৫ জনের দল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা ব্যাটার। মূল স্কোয়াডে জায়গা হয়নি মারকুটে ব্যাটার রিঙ্কু সিংয়ের। সূর্যকুমার যাদবের পাশাপাশি রিঙ্কুকে ভারতের টি-টোয়েন্টি দলে অটোমেটিক চয়েজ ভাবা হতো। সাম্প্রতিক সিরিজগুলোতেও আস্থার প্রতিদান দিচ্ছিলেন। যদিও চলতি আইপিএলে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি তিনি। এ ছাড়া সুযোগ পাননি শুভমন গিলের মতো তারকা ওপেনার। নেই অভিজ্ঞ লোকেশ রাহুলও।
আরও পড়ুন
গিল ও রিঙ্কু মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাদের রিজার্ভ ক্রিকেটার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা। তবে লোকেশ রাহুল রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও নেই। এদিকে, ফিনিশার হিসেবে আলোচনায় ছিলেন দীনেশ কার্তিক। নিজেও শতভাগ প্রস্তুত আছেন বলে জানিয়েছিলেন। তবে তাকেও বিবেচনায় নেওয়া হয়নি। এ ছাড়া বিবেচনায় নেওয়া হয়নি ইশান কিষাণ ও শ্রেয়াস আইয়ার এমনকী টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা রবি বিষ্ণুইকেও। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন মোহাম্মদ শামি।
১৫ সদস্যের মূল স্কোয়াডের বাইরে অজিত আগরকারের নির্বাচক প্যানেল মোট ৪ জন ক্রিকেটারকে রিজার্ভ বেঞ্চে রেখেছেন। গিল ও রিঙ্কু ছাড়া রিজার্ভ দলে আছেন দুই পেসার খলিল আহমেদ ও আবেশ খান।
এফআই