তৃষ্ণার্তদের পাশে রাগবি ফেডারেশন
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। জীবন-জীবিকার তাগিদে এই রোদেও পথে ঘাটে ছুটছে মানুষ। এতে পানির পিপাসায় তৃষ্ণার্থ থাকেন অনেকেই। সেই তৃষ্ণার্তদের পাশে আজ দাঁড়িয়েছিল বাংলাদেশ রাগবি ফেডারেশন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের বিপরীত পাশে আজ দুপর পৌনে একটা থেকে দেড়টা পর্যন্ত পথচারী ও তৃষ্ণার্তদের বিশুদ্ধ পানি ও শরবত বিনামূল্যে সরবারহ করেছে রাগবি ফেডারেশন। প্রায় এক ঘণ্টার মধ্যে হাজার জনেক মানুষ রাগবি ফেডারেশনের মাধ্যমে তৃষ্ণা মিটিয়েছে। রিকশাচালক, পথচারী ছাড়াও নানা পেশা-শ্রেণীর মানুষ রাগবি ফেডারেশনের উদ্যোগে তৃষ্ণা নিবারণ করেছে। কিছু দিনের মধ্যে রাজধানীর অন্য স্পটেও এমন উদ্যোগ নেবে রাগবি ফেডারেশন।
বিজ্ঞাপন
রাগবি বিশ্বের অনেক দেশে জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে পিছিয়ে থাকা খেলার মধ্যে অন্যতম। রাগবি ফেডারেশন মাঠ সংকটের মধ্যেও নানা খেলা আয়োজন করে ও বিদেশে দল পাঠায়। রাগবি ছোট ফেডারেশন হলেও সামাজিক নানা কাজে অগ্রসর থাকে। করোনার সময় মাস্ক বিতরণ, পথশিশু, কৃষকদের নিয়ে রাগবি টুর্নামেন্ট করেছে। সামাজিক কাজের স্বীকৃতির জন্য ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক থেকে পদকও পেয়েছে ফেডারেশন।
হ্যান্ডবল সংগঠক মওসুম আলী রাগবি ফেডারেশন গড়ে তোলেন। সাধারণ সম্পাদক মওসুম আলীর সঙ্গে নিবেদিতপ্রাণ কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা খেলার উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্বও পালন করেন৷
এজেড/