বেশ খানিকটা চমক রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল। দলে নতুন মুখের আগমন যেমন জন্ম দিয়েছে আলোচনার, তেমনি প্রথম তিন ম্যাচে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের না থাকাও ছিল বিষ্ময়ের। বিশেষ করে এই সিরিজের জন্যই আইপিএল থেকে দেশে ফেরানো হচ্ছে ফিজকে। তার না থাকা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। 

অন্যদিকে দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান সিরিজ চলাকালে সময় দিতে চেয়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে। কেন এমন সিদ্ধান্ত, তা নিয়েও আছে আলোচনা। অবশ্য নতুন নির্বাচক হান্নান সরকার উত্তর দিয়েছেন দুই প্রশ্নেরই। জানালেন, ঠিক কোন কারণে দলে নেই এই দুই তারকা।  

গতকাল (রোববার) বিসিবির নির্বাচক হান্নান সরকার ভিডিও বার্তায় বলেন, ‘সাকিব ৩০ এপ্রিল দেশে আসবে। দেশে আসার পর ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ও ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মনে করেছি যে সেটা ভালো হতে পারে। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রস্তুতির যে সময়টা দরকার, অনেক সময় সেটা থাকে না। ৫০ ওভারের ম্যাচে সে সময়টা থাকে, ব্যাটিং-বোলিংয়ে সে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে। তাকে প্রথম তিনটি ম্যাচের দলে রাখিনি।’

সাকিবের চেয়ে আলোচনা বেশি মুস্তাফিজকে কেন্দ্র করে। এই ব্যাপারে বিসিবির বক্তব্য, ফিজের চাওয়াতেই এই বিশ্রাম। টাইগার পেসার নিজেই সিরিজের যেকোনো একটি অংশে বিশ্রাম চেয়েছিলেন বলে জানালেন নির্বাচক হান্নান সরকার।  

ভিডিওবার্তায় মুস্তাফিজকে নিয়ে হান্নানের বক্তব্য, ‘মুস্তাফিজ আসলে লম্বা সময় খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে, তারপর আইপিএলে চলে গেছে। লম্বা সময় সে খেলার মধ্যে রয়েছে। তার মানসিক ও শারীরিক রিকভারির প্রয়োজন আছে। তার সাথে প্রধান নির্বাচকের কথা হয়েছে। সে যেকোনো একটা অংশ রিকভারি টাইম চাচ্ছিল। আমরা প্রথম অংশেই তাকে বিশ্রাম দিয়েছি।'

দুই বাঁহাতি ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমনকে নিয়ে হান্নান বলেন, ‘তিন ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনো অভিষেক হয়নি। আমরা তাকে সম্ভাবনাময় মনে করছি। তার মধ্যে সেই সামর্থ্য আছে। পারভেজ ইমন একটা টি-টোয়েন্টি খেলেছে। সেই ইমনকেও আমরা দলে রেখেছি। সৌম্য এখনো সম্পূর্ণ ফিট হয়নি। তাই তিন ম্যাচের দলে রাখা হয়নি। পরের অবস্থাটা আমরা মেডিকেল বিভাগ থেকে জানতে পারব।’

এসএইচ/জেএ