মাস খানেক পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মেগা আসরকে সামনে রেখে ইতোমধ্যেই প্রচারণ শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আয়োজন সফল করতে একাধিক তারকাকে ইভেন্টের প্রচারণার সঙ্গে যুক্ত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আসন্ন এই আসরের শুভেচ্ছাদূত করা হয়েছে যুবরাজ সিংকে।

 যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রচারণামূলক অনুষ্ঠানগুলোতে দেখা যাবে যুবরাজকে। আইসিসির শুভেচ্ছাদূত হয়ে যুবরাজ বলেছেন, ‘৬ বলে ৬ ছক্কাসহ আমার মজার কিছু ক্রিকেট স্মৃতি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। এবারের টুর্নামেন্ট যেটা হতে যাচ্ছে সবচেয়ে বড়, তার অংশ হতে পেরে রোমাঞ্চিত। ক্রিকেট খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত একটা জায়গা। যুক্তরাষ্ট্রেও ক্রিকেট সম্প্রসারিত হচ্ছে, বিশ্বকাপের মধ্য দিয়ে সেই সম্প্রসারণের অংশ হতে পেরে রোমাঞ্চিত।’

আগামী ৯ জুন নিউইয়র্কের ভারত–পাকিস্তান ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন ভারতের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা সাবেক এই ক্রিকেটার। ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘নিউইয়র্কের ভারত-পাকিস্তানের ম্যাচ এই বছর সবচেয়ে বড় ম্যাচের একটি। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা, এর অংশ হওয়ার আমার জন্য সম্মানের।’

আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার ক্লেয়ার ফুরলং বলেছেন, ‘বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে যুবরাজকে পাওয়া সম্মানের। তার নাম টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক, বিশ্বকাপের সেরা একটি মুহূর্ত তার কাছ থেকেই এসেছে, যখন সে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিল।’

এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হয়েছেন অলিম্পিকে আটটি সোনাজয়ী উসাইন বোল্ট ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিস গেইল।

এইচজেএস