বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন শরিফুল ইসলাম। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার। চলমান ডিপিএলেও দারুণ বল করছেন আবাহনীর এই পেসার। আজ (বৃহস্পতিবার) শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে ৪ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার। পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন

শরিফুলের এমন ধারাবাহিকতার কারণে বর্তমানে তাকেই ভাবা হচ্ছে দেশের নাস্বার ওয়ান পেসার। ম্যাচ শেষে এমন প্রশ্নে হেসে শরিফুল বলেন, 'নাম্বার ওয়ান পেসার বললে ভুল হবে। দেশে আমরা যত জন ফাস্ট বোলার আছি সবাই নাম্বার ওয়ান। যে যখন খেলে, যার যখন সময় আসে সে-ই পারফর্ম করে। আমরা যারা খেলি, আমি মনে করি সবাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান না হলে আমরা জাতীয় দলে হয়ত জায়গা পেতাম না।'

শরিফুল সবসময় চান ভালো কিছু করতে, 'অবশ্যই, সবাই চায়। পুরো দেশই চায় একটা ট্রফি জিততে। চাপের কিছু না, হয়ত সবার চাওয়া বেশি। আমি আমার দিক থেকে চেষ্টা করব। সাফল্য হয়ত একদিন আসবে একদিন আসবে না। সবাই চায় ভালো কিছু করতে। আমরাও ভালো কিছু করতে চাইব। আল্লাহ সহায় থাকলে ভালো হবে।'

কোচ খালেদ মাহমুদ সুজনকে নিয়ে শরিফুল বলেন, 'বেসিক কিছু কাজ করেছিলাম যাতে ভিন্ন কিছু করতে পারি। আগ্রাসন মাঠের মধ্যে অটোমেটিক চলে আসে। বাইরে আসে না। সুজন স্যার অনেক সাপোর্ট করে। সেই বিপিএল থেকে এক দলে। উনার সাথে কাজ করে মজা পাচ্ছি। নতুন নতুন জিনিস শেখায়। সেক্ষেত্রে আমি ভাগ্যবান।'

এসএইচ/এফআই