আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক বিরাট কোহলি। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুর্দান্ত নজির রয়েছে কোহলির। টুর্নামেন্টটির ইতিহাসে সব থেকে বেশি ক্যাচ ধরেছেন তিনি। অন্যদিকে, সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক যুজবেন্দ্র চাহাল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই সমান দক্ষতা দেখিয়ে রবীন্দ্র জাদেজা এমন এক নজির গড়লেন, যে কৃতিত্ব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোনো ক্রিকেটারের নেই।

আইপিএল ইতিহাসে একই সঙ্গে ১০০০-এর বেশি রান ও ১০০-র বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে মোট ৫ জন ক্রিকেটারের। এমনকী লিগটির ইতিহাসে ২০০০-এর বেশি রান ও ১০০-র বেশি উইকেট নিয়েছেন দু'জন। তবে রবীন্দ্র জাদেজাই একমাত্র ক্রিকেটার, যিনি আইপিএলে ১০০০-এর বেশি রান, ১০০-র বেশি উইকেট সংগ্রহ করার পাশাপাশি ১০০ ক্যাচ ধরারও নজির গড়েছেন।

সোমবার চিপকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একজোড়া ক্যাচ ধরার সুবাদে আইপিএল ইতিহাসে ১০০ ক্যাচ ধরার মাইলস্টোন ছুঁয়ে ফেলেন জাদেজা। সেই সঙ্গে তিনি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দুর্দান্ত মাইলস্টোন ছোঁয়া আইপিএলের একমাত্র ক্রিকেটারে পরণিত হন।

জাদেজা উইকেটকিপারদের বাদ দিয়ে আইপিএলের ইতিহাসে পঞ্চম ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন। তার আগে এই মাইলস্টোন ছুঁয়েছেন বিরাট কোহলি (১১০), সুরেশ রায়না (১০৯), কায়রন পোলার্ড (১০৩) ও রোহিত শর্মা (১০০)। জাদেজাকে মিলিয়ে এই পাঁচজন ক্রিকেটারের সবাই আইপিএলে হাজারের বেশি রান করেছেন। তবে জাদেজা ছাড়া আর কেউ ১০০ উইকেট নিতে পারেননি।

বর্ণ্যাঢ্য আইপিএল ক্যারিয়ারে ২৩১ ম্যাচের ১৭৭টি ইনিংসে ব্যাট করে ২৭৭৬ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৬২ রানের। এ ছাড়া ২৩১ ম্যাচের ২০২টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার। সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট। পাশাপাশি ২৩১টি ম্যাচের ২৩০টি ইনিংসে ফিল্ডিং করে সাকুল্যে ১০০টি ক্যাচ ধরেছেন। এক ম্যাচে সর্বাধিক ৪টি ক্যাচ ধরেছেন জাদেজা।

আইপিএলে জাদেজার যত কীর্তি
ব্যাট হাতে ২৭৭৬ রান সংগ্রহ করেছেন।
বল হাতে ১৫৬ উইকেট নিয়েছেন।
ক্যাচ ধরেছেন ১০০টি।

এফআই