আইপিএলের কোন দলের আর্থিক অবস্থা কেমন?
আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে বাণিজ্যের বন্ধন। প্রতি বছরেই আইপিএলে দেখা যায় বিপুল অর্থের ছড়াছড়ি। মোটা অঙ্কের অর্থ খরচ করেই দলগঠন করে একেকটি ফ্র্যাঞ্চাইজি। সঙ্গে থাকে যাতায়াত, হোটেল, খাবারসহ আরও বিভিন্নমুখী খরচ। সেই তুলনায় অবশ্য আয়ও হয় দারুণ।
বিগত ১৬ বছরে কোটি কোটি টাকা খরচ করেও এখন পর্যন্ত লোকসানের মুখ দেখতে হয়নি কোনো দলকেই। বরং প্রতি বছরেই বেড়েছে দলগুলোর ব্র্যান্ড ভ্যালু। যে কারণে আইপিএলে বিনিয়োগকে অন্যতম সেরা বিনিয়োগ বলতেও রাজি অনেকে। প্রতি বছর এসবের সুবাদে দাম বেড়েছে দলগুলোর মালিকানা প্রতিষ্ঠানেরও।
বিজ্ঞাপন
এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে দামী দল লখনৌ সুপার জায়ান্টস। ২০২২ সালে এই দল কিনতে আরপিএসজি গ্রুপ ৭ হাজার ৯০ কোটি রূপি বিড করেছিল। তাতে তারা সফলও হয়। এখনও তারাই এর মালিকানা ধরে রেখেছে।
আহমেদাবাদ ভিত্তিক ফ্র্যাঞ্চাইজ গুজরাট টাইটান্স নিয়েও কম আলাপ হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা বলেই কি না, এতে আগ্রহীও ছিল অনেক। তবে শেষ পর্যন্ত ৫ হাজার ৬০০ কোটি রুপিতে দলটি কিনে নেয় সিভিসি ক্যাপিটালস। এরপর মূল মালিকানা সিভিসি ধরে রাখলেও, এর প্রচুর শেয়ার বিক্রি করা হয়েছিল।
আরও পড়ুন
আইপিএলের একেবারেই শুরুর আসর থেকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। শচীন টেন্ডুলকার আর সনাৎ জয়সুরিয়ার উদ্বোধনী জুটি দিয়ে ২০০৮ সালেই চমক উপহার দিয়েছিল তারা। ক্রমে ক্রমে এই দলটিই হয়েছে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ী দল। মালিকানায় আছে বিখ্যাত ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির মূল্য ৮৫০ কোটি রুপি।
আইপিএলের অন্যতম ধনী দল হিসেবে বিবেচনা করা হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। রাহুল দ্রাবিড়, অনীল কুম্বলে থেকে শুরু করে বিরাট কোহলি, ক্রিস গেইলদের মতো অনেক তারকাই। ইউনাইটেড স্পিরিটস দলটি কিনেছিল ২০০৮ সালেই। এই মুহূর্তে ৮৪৫ কোটি রুপি মূল্য বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটির। এবারের আইপিএলে দল হিসেবে এখনো জ্বলে না উঠলেও টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি আয় করছে তারাই।
আইপিএলে চেন্নাই সুপার কিংস শুরু থেকেই সবচেয়ে ধারাবাহিক দল। পাঁচবারের শিরোপাজয়ী দলটির বড় তারকা মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে নিয়ে চেন্নাই সুপার কিংস বরাবরই নিজেদের প্রমাণ করেছে। চলতি বছর এই দলেই আছেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। দলটির মালিকানায় আছে ইন্ডিয়া সিমেন্টস। ২০০৮ সাল থেকেই আইপিএলে থাকা দলটির বর্তমান মূল্য ৮৯ কোটি রুপি।
রাজধানী দিল্লির দল দিল্লি ক্যাপিটালস। ২০১৮ সাল পর্যন্ত তাদের পরিচয় ছিল দিল্লি ডেয়ারডেভিলস নামে। শুরু থেকেই এর মালিকানায় আছে জেএসডব্লিউ এবং জিএমআর গ্রুপ। ৬৩০ কোটি রুপি এর বর্তমান মূল্য। কলকাতা নাইট রাইডার্সকে বলা চলে আইপিএলের বলিউডি দল। শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট আর জয় মেহতার মেহতা গ্রুপের মালিকানায় পরিচালিত হয় ৫৬৯ কোটি রুপির এই দলটি। জয় মেহতা বলিউডের আরেক তারকা জুহি চাওলার স্বামী। সে হিসেবে মালিকানায় জুহি চাওলাকেও দেখা যায়।
২০০৮ সালে কিংস ইলাভেন পাঞ্জাবের মালিকানা কিনেছিলেন বলিউডের আরেক তারকা প্রীতি জিনতা। নেস ওয়াদিয়া এবং মোহিত বর্মনের অংশীদারিত্ব আছে দলে। নাম বদলে অবশ্য পাঞ্জাব কিংস হিসেবে খেলছে তারা। ৫৭৬ কোটি রুপি এই দলের বর্তমান মূল্য।
মাত্র ৬৭ মিলিয়নে ২০০৮ সালে কেনা হয়েছিল রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি। মনোজ বাদালের ইমার্জিং গ্রুপের এই দলের মূল্য বর্তমানে ৫০৮ কোটি রূপি। যদিও ব্র্যান্ড ভ্যালু হিসেবে দাম এরচেয়েও বেশি। আর সবার শেষ অবস্থানে আছে সান গ্রুপের মালিকানাধীন সানরাইজার্স হায়দরাবাদ দলটি। সান গ্রুপ এবং কালানিথি মারানের দলটির বর্তমান মূল্য ৪২৫ কোটি রূপি।
অবশ্য ব্র্যান্ডভ্যালু বিবেচনায় আইপিএলের সবচেয়ে দামী দল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরেই আছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর অবস্থান চার এবং গুজরাটের অবস্থান পাঁচ। সবার শেষে অবস্থান করছে পাঞ্জাব কিংস।
সূত্র: টেকনোস্পোর্ট, স্ট্যাটা
জেএ