মায়ামিতে কী করছেন নেইমার? জল্পনার জবাব দিলেন বেকহ্যাম
বেশ কয়েকদিন আগে থেকেই আমেরিকার ফ্লোরিডায় বেড়াতে দেখা যাচ্ছে নেইমার জুনিয়রকে। সেখানে বেড়াতে গিয়েই তার সঙ্গে দেখা হয়ে যায় ইংল্যান্ড কিংবদন্তি ও ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের। পরে দুজনের ছবি ছড়িয়ে পড়তেই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়ে যায়। তবে কী সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের ক্লাবে যোগ দিচ্ছেন ব্রাজিল ফরোয়ার্ড? পরে অপ্রকাশ্যে ওঠা এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন বেকহ্যাম।
গতকাল (শুক্রবার) তিনি নেইমারের সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন। জানা যায়, আগের (বৃহস্পতিবার) রাতে বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে রাতের খাবার খেয়েছেন ব্রাজিল তারকা। এরপর মায়ামিতে নেইমারের যোগদানের গুঞ্জন শুরু হলে দলটির অন্যতম এই মালিক জানান– সেটি শুধুমাত্র ছিল ডিনারের আমন্ত্রণে নেইমারের সাড়া দেওয়া। অর্থাৎ দলবদল গুঞ্জনের বিষয়টি সত্যি নয়।
বিজ্ঞাপন
ওই পোস্টে অট্টহাসির ইমোজির সঙ্গে একটি ছবি দিয়ে বেকহ্যাম লেখেন, ‘অনলি ফর ডিনার’। পরে আবার নেইমারও মন্তব্যের ঘরে অট্টহাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘থ্যাংক ইউ বস।’ বেকহ্যামের এই পোস্ট নেইমারকে নিয়ে চলা নতুন গুঞ্জন থামাতে পারে কি না সেটাই দেখার বিষয়। কারণ এর আগে ইএসপিএনকে দেওয়া এক মন্তব্যে বর্তমানে আল হিলালের এই ব্রাজিল তারকা ইন্টার মায়ামিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন।
ওই সময় নেইমার বলেন, ‘আমার আর মেসির একসঙ্গে খেলা? আমি তেমনটাই আশা করি। সত্যিই আশা করি আমরা আবার একসঙ্গে খেলতে পারব। সবাই তাকে চেনে। আমার মনে হয়, (মায়ামিতে) সে সুখেই আছে। আর যদি সে খুশি থাকে, তবে আমিও খুশি।’
লম্বা সময়ের জন্য এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন নেইমার। বর্তমানে তিনি চোট পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন, যদিও সাম্প্রতিক সময়ে নেইমারকে ফুটবলের বাইরের কয়েকটি ইভেন্টে কাটাতে দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেই দেখা মেলে নেইমারের। কিছুদিন আগে যেমনটা দেখা গেল ফর্মুলা ওয়ানের বাহরাইন গ্র্যা প্রি-তে। সেখানে রেসিং দুনিয়ার অনেকের সঙ্গেই দেখা হয়েছে তার। ছিলেন তিনবারের চ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টেপানও। এর কয়েকদিন পর মায়ামি ওপেনে হাজির নেইমার। সেখানে এনবিএ তারকা জিমি বাটলার ও উইম্বলডন টেনিস চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজের সঙ্গেও দেখা হয়েছে।
— NBA (@NBA) March 30, 2024
ব্রাজিল জাতীয় দলের হয়ে নেইমারের এবার কোপা আমেরিকায় খেলা অনিশ্চিত। এমনটাই গত বছরের শেষদিকে জানিয়েছিলেন জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এরপর সর্বশেষ মার্চে লাসমার জানা, ‘আমরা এখনও তার পুনর্বাসনের অর্ধেকটাতেও পৌঁছাতে পারিনি। যখন আমরা ৯ কিংবা ১০ মাসের তার ফিজিওথেরাপি সম্পন্ন করব, তখনই শুধু আমরা তার মাঠে ফেরার সময় নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারব।’
আরও পড়ুন
তবুও নিজের মতো করে ফিটনেস ধরে রেখে দ্রুত মাঠে ফেরার চেষ্টা চালাচ্ছেন আল হিলাল তারকা। সৌদি আরবের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সালের শেষ নাগাদ। মেসি, সুয়ারেজ, নেইমার–ত্রয়ী বার্সেলোনাতে খেলেছেন ২০১৭ সাল পর্যন্ত। বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে নেইমার পিএসজিতে নাম লেখালে ভয়ঙ্কর সেই ত্রয়ী ভাঙে। এরপর ২০২০ সালে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হয় সুয়ারেজকে। পরে অবশ্য মেসি ও নেইমার ফের পিএসজিতে দুই মৌসুম একসঙ্গে খেলেছেন।
এএইচএস