সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ছিলেন গড়-পড়তা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমেই ৪ উইকেট শিকার করেছেন। ফিজের এমন পারফরম্যান্সে খুশি দলের সহকারী কোচ এরিক সিমন্স।

গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার আগে চেন্নাইয়ের সহকারী কোচ সিমন্স মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘প্রথমত, সে (মুস্তাফিজুর রহমান) খুবই মানসম্পন্ন ক্রিকেটার। সে জানে সে কী করছে। সে বেশ কয়েকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। তার অনেক অভিজ্ঞতাও রয়েছে। আমি মনে করি আমরা এমনটা বলতে চাই যে তার পারফরম্যান্স আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা এটাই করি।’

তিনি আরও যোগ করেন, ‘যখন একজন ক্রিকেটার মাঠে নামে তার ভূমিকা কী সে ভালো জানে, তার কী করতে হবে এবং কৌশল কীভাবে কাজে লাগবে। আমি সব সময় বিশ্বাস করি নতুন ছেলেদের ঘরের মতো মতো অনুভূতি দিতে। তারা মাঠে নামার সময় জানে তাদের কাছে কী প্রত্যাশা থাকে এবং কী কৌশল হবে।’

মাথিশা পাথিরানার বিকল্প হিসেবে নিলাম থেকে দলে নেয়া হয়েছিল মুস্তাফিজকে। তবে পাথিরানার চোটে প্রথম ম্যাচে ফিজই ছিলেন অটোমেটিক চয়েজ। তবে আজকের ম্যাচের জন্য ফিট আছেন পাথিরানা। তাই আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মুস্তাফিজকে একাদশে থাকবেন কিনা তা নিয়ে সংশয় আছে।

এইচজেএস