এবার চট্টগ্রাম টেস্টে পাখির চোখ শান্তর
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হতাশাজনকভাবে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল। রেকর্ড ৩২৮ রানের ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। মোটাদাগে ব্যর্থ হয়েছে দলের ব্যাটিং ইউনিট। বোলিং ইউনিট ব্যর্থ হয়েছে কার্যকর ব্রেকথ্রু এনে দিতে। তবে বিশাল ব্যবধানে পরাজয়ের পরেও অধিনায়ক শান্ত জানিয়েছেন এই ম্যাচ থেকে পাওয়া শিক্ষার কথা। দাবি করছেন আগামীর ভবিষ্যতে কাজে লাগাবেন তারা।
গতকাল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'বড় রানের হোক আর ছোট রানের হোক, হার তো হার। ব্যাটিং যদি দুই ইনিংসেই দেখি, টপ অর্ডার ভালো করেনি। শুধু আমরা যে সমস্যায় পড়েছি এমন না। দুই দলেরই টপ অর্ডারের সমস্যা হয়েছে। এই অজুহাত দেওয়াও ঠিক হবে না। কীভাবে আরও ভালো করতে পারি এটা নিয়ে কাজ করা দরকার। আশা করছি সামনের ম্যাচ ভালো করব। প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।'
বিজ্ঞাপন
শান্ত মনে করেন উন্নতি হচ্ছে তবে ধীরে, 'কথার কথা যে তা কিন্তু না। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় শুনছিলাম আমরা অনেক উন্নতি করছি, ভালো করছি, আগের চেয়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই অনেক সময় শুনেছি। তাই এমন না যে একদমই পরিবর্তন হয়নি। এটা বলতে পারি যে পরিবর্তন কম হয়েছে। এখন থেকে যেন আরও বেশি উন্নতি হয়। ধীরে হয়ত উন্নতি হচ্ছে। উন্নতি হয়নি এমন না।'
আরও পড়ুন
লঙ্কানদের বিপক্ষে এই হারে প্রভাব পড়েছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও। চারে থাকা বাংলাদেশ এখন নেমে গিয়েছে সাতে। চট্টগ্রামে জয়ের মাধ্যমেই কেবল হারানো সেই স্থান ফিরে পেতে পারে টাইগাররা। সেই টেস্টে আবার দেখা যাবে সাকিব আল হাসানকেও। শান্তর দলের পক্ষে চট্টগ্রাম টেস্ট তাই বাড়তি কিছু।
অধিনায়কের লক্ষ্যটাও তাই এখন এমনই, চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানো, 'আমার মনে হয় না হার থেকে মোটিভেশন আনতে হবে। আমরা যেভাবে ভালো প্রস্তুতি নিচ্ছি, কীভাবে চিন্তা করছি এটা ইম্পরট্যান্ট। এই ম্যাচটা খারাপ গেছে। সব দিক থেকেই দল হিসেবে আমরা ভালো খেলিনি। আমাদের সুযোগ ছিল কিন্তু নিতে পারিনি। পরের ম্যাচে কীভাবে আরও প্রস্তুত হয়ে আসছি, ছোট ছোট ভুল যেন না করি সেদিকে মনোযোগ দিচ্ছি।'
এসএইচ/জেএ