বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফাইল ছবি

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় ম্যাচে বাজেভাবে হেরে গেছে। কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে ৫-০ গোলে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এর আগে ফিলিস্তিনের বিপক্ষে এত বড় ব্যবধানে কখনো হারেনি লাল-সবুজের জার্সিধারীরা। 

অবশ্য ফিলিস্তিনের বিপক্ষে এত বড় স্কোরলাইন নিয়ে খুব বেশি বিচলিত নন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই স্প্যানিশ কোচ বলেন,‘সত্যিকার অর্থে বলতে ফল আমাদের খুব বিবেচ্য বিষয় নয়। ৪-০, ৫-০ বা ৬-০। আমাদের চিন্তার বিষয় খেলার সক্ষমতা। প্রথম ৪০ মিনিট যেভাবে খেললাম কেন বাকি সময় পারলাম না। ভুলগুলো কেন হলো?’

এই ম্যাচের জন্য সৌদিতে বাংলাদেশ দল দুই সপ্তাহ অনুশীলন করেছে। সুদানের বিপক্ষে দু’টি অনুশীলন ম্যাচও খেলেছে। কোচ তখন ফিলিস্তিন ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুতই বলে মন্তব্য করেছিলেন। কালকের ম্যাচে সেই প্রস্তুতির বড় দুর্বলতা দেখা গেছে রক্ষণভাগে। ডিফেন্ডারদের মধ্যে সমন্বয়ের অভাব এবং ছোটখাটো ভুল ছিল অসংখ্য। গোলরক্ষক মিতুল মারমা দুর্দান্ত কয়েকটি সেভ না করলে ফলাফলের ব্যবধান হতো আরও বেশি।

চার দিন পরই ঢাকায় কিংস অ্যারেনায় আবার ফিরতি লেগে ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ফল নয় পারফরম্যান্স ও ভুল নিয়ে বিশ্লেষণ করবেন কোচ,‘সামনের ম্যাচের আগে আমরা পারফরম্যান্স ও ভুল নিয়ে বিশ্লেষণ করব। ফলাফল নিয়ে নয়। পরের ম্যাচের আগে ফল নিয়ে ভেবে সময় নষ্ট করার প্রয়োজনীয়তা নেই।’

ফিলিস্তিনের বিপক্ষে এমন ফল অনেকটাই প্রত্যাশিতই মেনে নিয়েছেন কোচ,‘আমরা প্রথম ৪০ মিনিট দুর্দান্ত করেছিলাম। শেষ কয়েকটি ভুলে প্রথমার্ধটা ভালো শেষ হয়নি। দ্বিতীয়ার্ধে আমরা সম্পূর্ণ আউটপ্লেট হয়েছি। বিশ্বকাপ বাছাইয়ে এমন দলের বিপক্ষে এটা জানি এমন হতে পারে। ’ 

ফিলিস্তিনের কোচ মারকাম প্রথমার্ধের দুই গোলকেই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। তিনি বলেন,‘বাংলাদেশ শুরুটা দারুণ করেছিল। যেটা আমরা প্রত্যাশা করিনি তেমন। দুই গোল আমাদের আত্মবিশ্বাস দেয়। দ্বিতীয়ার্ধে যেটা ৫-০ তে রুপান্তর হয়েছে।’
ফিলিস্তিনের বড় জয়ের নায়ক হ্যাটট্রিক ম্যান দাবাগ। তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে,‘আমাদের দল খুব ভালো খেলেছে। ম্যাচ আমরা জিতলেও কঠিন খেলা ছিল। বাংলাদেশে গিয়ে বাংলাদেশকে হারিয়ে আমরা আরও তিন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যেতে চাই।’

২৬ মার্চ কিংস অ্যারেনায় ম্যাচের জন্য আজ রাতে দেশে পৌঁছাবে বাংলাদেশ। ফিলিস্তিন তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় আসবে পরের দিন।

এজেড/এফআই