শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। সে সময় জানানো হয়েছিল নতুন বলে ভালো করতে না পারার কারণে এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। তবে লাল বলের ক্রিকেটে আগে থেকেই ধারাবাহিকতা রেখে চলেছেন লিটন, যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটার লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে রয়েছেন। 

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো করতে না পারা লিটনের কাছে সাদা পোশাকের ক্রিকেটে বড় কিছুর আশা করছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রথম টেস্টের আগেরদিন আজ (বৃহস্পতিবার) সিলেটে টাইগারদের প্রতিনিধি হয়ে তিনি সংবাদ সম্মেলনে আসেন।

এ সময় লিটনের কাছে নিজের চাওয়া নিয়ে হাথুরু বলেন, ‘আমি আশা করছি লাল বলে সে অনেক রান এনে দেবে। ভালো প্রস্তুতি নিয়েছে। এটা ভিন্ন বলের খেলা। সে তাই নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছে। তার মেধা সম্পর্কে আমাদের কারও সন্দেহ নেই। সাদা বলের ক্রিকেটে একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। তবে লাল বলের ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন।’

চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ মুশফিকুর রহিমের। যে কারণে তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। এ নিয়ে হাথুরু বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে। তারা অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। নতুনদের দেখে নেওয়ার জন্য দারুণ একটা সময়। সুযোগ পেলে দু’হাতে কাজে লাগানো প্রয়োজন।’

আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল চট্টগ্রামে উড়াল দেবে। সেখানে ৩১ মার্চ থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এসএইচ/এএইচএস