কত টাকায় মিলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের টিকিট?
রঙিন পোশাকের লড়াই শেষ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যে লড়াই শেষ হয়েছে সমতায়। শ্রীলঙ্কা জয় করেছে টি-টোয়েন্টি সিরিজ। আর বাংলাদেশ জিতেছে ওয়ানডে। কাকতালীয়ভাবে দুটোই শেষ হয়েছে ২-১ ব্যবধানে। দুইবারেই সিরিজের শেষ ম্যাচে নির্ধারণ হয়েছে ভাগ্য।
দুই দলের ক্রিকেট লড়াইয়ের তিক্ততাও টের পাওয়া গিয়েছে এবারের সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ শেষে লঙ্কানরা করেছে টাইমড আউট সেলিব্রেশন। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে সেটা ফিরিয়ে দিয়েছে হেলমেট উদযাপন দিয়ে। এসব তিক্ততা ভুলে এবার দুই দল নামবে ক্রিকেটের বনেদি ভার্সন টেস্টের লড়াইয়ে। দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।
বিজ্ঞাপন
সিলেটে আগামীকাল শুক্রবার, ২২ মার্চ থেকে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আজ বৃহস্পতিবার থেকেই এই ম্যাচের টিকিট পাওয়া যাবে। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে সিলেট টেস্ট।
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট। ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। প্রতিদিনের খেলা এবং এর আগের আগের দিন দুটি কাউন্টারে পাওয়া যাবে টিকিট।
আরও পড়ুন
লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সঙ্গে টিকিট পাওয়া যাবে। এছাড়া সিলেট জেলা স্টেডিয়ামের মূল ফটকের কাউন্টারেও পাবেন এই টিকিট। প্রতিদিন খেলা শুরু হবে সকাল ১০টায়।
সিলেট টেস্টে সর্বনিম্ন ১০০ টাকায় গ্রিন হিল এরিয়া ও পশ্চিম গ্যালারিতে দেখা যাবে প্রতি দিনের খেলা। পূর্ব দিকের গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে খেলা দেখতে গেলে লাগবে ৩০০ টাকা। সর্বোচ্চ এক হাজার টাকা মূল্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম।
দুই দলের মধ্যেকার ২৪টি টেস্টে এখন পর্যন্ত মাত্র ১টি জিতেছে বাংলাদেশ। সেটিও ২০১৭ সালে। নিজেদের শততম টেস্টে এই জয় পেয়েছিল বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০২২ সালে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল টাইগাররা। সেবার চট্টগ্রামে ড্র করলেও মিরপুরে গিয়ে হেরেছিল স্বাগতিকেরা।
জেএ