সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডের দল থেকে বাদ পড়ার পর এই ওপেনারকে নিয়ে চলছে আলোচনা। জাতীয় দল থেকে সিরিজের মাঝপথে কারোর বাদ পড়া বাংলাদেশের জন্য কিছুটা বিরল ঘটনা। ‘নতুন বলে অধারাবাহিক’ বলে তাকে ছাঁটাই করেছে টিম ম্যানেজমেন্ট। 

এরমধ্যে নিজের ফিরে আসার সংগ্রাম শুরু করেছেন লিটন। গতকাল (রোববার) খেলেছেন ডিপিএলে। সেখানেও ব্যাট হাতে আবাহনীর হয়ে করেছেন ৫ রান। সবমিলিয়ে লিটনকে বেশি ক্লান্ত বলে মনে করছেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। 

গণমাধ্যমে সুজন বলেন, ‘আসলে (লিটন) একটু বেশিই ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে। হঠাৎ করে গতকাল এসেছে, তখনই জানতে পেরেছে ওর খেলতে হবে। মানসিকভাবেও অতটা প্রস্তুত ছিল না। আমিও তাকে তিনে ব্যাটিং করিয়েছি।’ 

লিটনকে নিয়ে সুজন আরো বলেন, ‘মানসিকভাবে হয়তোবা একটু অস্বস্তিতে আছে। যেহেতু সে (লিটন) রান করতে পারেনি, এটা নিয়ে হয়তোবা.... আমি জানি না, কারণ এ ব্যাপারে তার সঙ্গে আমার কোনো কথা হয়নি যদিও। তবে আমি ওকে খুব ছোট থেকে চিনি। অনূর্ধ্ব-১৩ পর্যায়ে প্রথম ওকে পেয়েছিলাম। তারপর থেকে ওকে যতটুকু জানি.... স্বাভাবিক পারফর্ম না করতে পারলে মন একটু খারাপ থাকে, চাপ থাকে। তবে এই খেলাগুলো মনে হয় না ওর জন্য চাপের ছিল। তারপরও হয়তোবা মাথা কাজ করে না অনেক সময়।’ 

লঙ্কানদের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডের আগে আচমকাই দল থেকে ছিটকে যান লিটন। বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

জেএ