বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, সুযোগ সুবিধা কেমন থাকছে?
তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সাধারণত বাংলাদেশে সফরে আসলে বড় বড় দলগুলোর নিরাপত্তা চাওয়া থাকে অনেক বেশি। জানা যাচ্ছে, আসন্ন সিরিজে কড়া নিরাপত্তা প্রটোকল পাচ্ছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলও।
ইতোমধ্যে বিসিবির সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়া হাইকমিশন বাংলাদেশের প্রতিনিধি দল। মিরপুরে মাঠও ঘুরে গেছেন তারা। পুরুষ ক্রিকেটারদের মতোই সব ধরণের সুযোগ পাবেন অজি নারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গতকাল গণমাধ্যমকে বাশার বলেন, 'আমরা তাদের জানিয়েছি, সিকিউরিটি প্রোটোকল হিসেবে ছেলে ক্রিকেটাররা যা পায়, সেটাই পাবে নারী ক্রিকেটাররা। এখন বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যেমন সিকিউরিটি দরকার তা তাদেরকে জানানো হয়েছে এবং তা মেনে নিয়েছে তারা।'
প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া বাশারের মতে কঠিন। তবে ভালো করতে চায় টাইগ্রেসরা, 'অস্ট্রেলিয়ার নারীদের দলটা কিন্তু খুব শক্তিশালী। বেশকিছু বিশ্ব মানের ক্রিকেটার আছে। আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে এটা আমাদের মেয়েদের জন্য বড় সুযোগ বিশ্বকাপের প্রস্তুতির জন্য।'
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে অনেক আগেই। যদিও এখনো মাঠে নামা হয়নি। বাশার বললেন আরো দুই সিজন পর টেস্ট খেলতে চায় টাইগ্রেসরা 'আমরা আরও দুই বছর পর টেস্ট খেলতে চাই। আমার মনে হয়, আমরা যদি আর দুইটা মৌসুম ফাস্ট ক্লাসে ভালো খেলতে পারি তারপরই আমার মনে হয় টেস্ট ক্রিকেটটা খেলা উচিত।'
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।
এসএইচ/এফআই