হাথুরু থাকলে জাতীয় দলে ফিরবেন কি না জানালেন তামিম
তামিম ইকবাল ও বাংলাদেশ জাতীয় দলের মাঝে অদৃশ্য দেয়াল যেন কিছুতেই সরছে না। অভিমানে আচমকা অবসর, নাটকীয়ভাবে প্রত্যাবর্তন এবং অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর জাতীয় দলেও তিনি এখন ব্রাত্য। ফের কখন দলে ফিরবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েই গেছে। টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অভিজ্ঞ এই ওপেনারের সম্পর্কটা যে ঠিকঠাক নেই এটা এখন ‘ওপেন সিক্রেট’। টাইগারদের বর্তমান কোচ দায়িত্বে থাকলে জাতীয় দলে ফিরবেন কি না, সেই প্রশ্নের জবাবও দিলেন তামিম।
তামিম ইকবাল সম্পর্কিত সব খবর পড়ুন এখানে
বিজ্ঞাপন
দেশের একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা, অবসর ছাড়াও নানা বিষয়ে কথা বলেছেন তামিম। এক প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘জিনিসটা এমনভাবে (দেখানো) হচ্ছে, যেন আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সাথে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সাথে বসেছি, তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিস্কার (ক্লিয়ার) ছিলাম। এখানে নতুন করে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু বলার নাই। এখন উনারা আবার বসতে চাচ্ছে।’
তামিম জাতীয় দলে ফিরবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন দেশের ক্রিকেটে। উত্তরটা তামিম এর আগেও দিয়েছেন, আবারও বললেন, ‘একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফেরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।’
আরও পড়ুন
হাথুরু থাকলে তামিম ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে এক লাইনে তামিম বলেছেন, ‘আমার ফেরাটা কঠিন হবে (কোচিংয়ে হাথুরু থাকলে), এতটুকু বলতে পারি।’ এরপরেই অবশ্য বলেছেন, 'যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে (সাক্ষাৎকারটি পূর্বে ধারণকৃত) হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তামিম ইকবালের সঙ্গে হাথুরুসিংহের বিরোধ আগে থেকেই স্পষ্ট ছিল। দুজনের কেউই মুখ না খুললেও সকলেই জানেন, তাদের শীতল সম্পর্কের কথা। তবে তামিম ফিরতে চাইলে হেডকোচের সঙ্গে আলাপের কিছু নেই বলে কদিন আগেই গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। তার ভাষ্য অনুযায়ী, সবটাই নির্ভর করছে তামিমের ওপরেই। পাপন বলছিলেন 'হেড কোচের সাথে বসার মতো কিছু দেখছি না। তামিম যদি খেলতে চায় অবশ্যই খেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য কোচকে জিজ্ঞেস করার কী আছে?'
আফগানিস্তান সিরিজে হুট করে কেন অবসর নিয়েছিলেন তামিম- এমন প্রশ্নের জবাবে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেওয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেওয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো।’
এফআই