ঘরোয়া ক্রিকেটের বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হলো না তামিম ইকবালের। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ডিপিএলের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। বিপিএলের পর ওয়ানডে ফরম্যাটে নিজের প্রস্তুতি ঝালাই করার সুযোগ ছিল তামিমের সামনে। 

তবে তামিমের ডিপিএল পর্বের শুরুটা মনমতো হয়নি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খাবি খেয়েছেন দেশসেরা এই ওপেনার। প্রথম ১০ বল থেকে নিতে পেরেছেন মোটে এক রান। এরপর কিছুটা খোলস ছেড়ে বেরুতে চাইলেও সফল হননি তিনি। 

ইনিংসের নবম ওভারে হাসান মুরাদের গুড লেন্থের বলটা লেগে খেলতে গিয়ে ক্যাচ দেন তামিম। শেষ হয় ২৫ বলে ১৭ রানের সংগ্রামী ইনিংস। দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় তামিমের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিমের প্রাইম ব্যাংকের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান। 

এবার ডিপিএলে তামিম ইকবাল থাকছেন প্রাইম ব্যাংকের নেতৃত্বে। সদ্য সমাপ্ত বিপিএলে তার অধিনায়কত্বে শিরোপা পেয়েছিল ফরচুন বরিশাল। ডিপিএলে সাফল্য পেতে তাই তামিমেই আস্থা রাখছে প্রাইম ব্যাংক। তার নেতৃত্বে দারুণ কিছু দেখার অপেক্ষায় দলটি। সৌম্য সরকার, মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটারকে এখানেও সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। 

তাছাড়া মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা আছেন দলে। ইনফর্ম পেসার শরিফুলের ঘাটতি পূরণ করতে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। রুবেল হোসেন, আশিকুজ্জামানরাও আছেন পেস বিভাগে। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

জেএ