বিপিএলে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন জাকের আলি অনিক। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও বিপিএলের ফর্মটা টেনে আনেন তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। বীরোচিত ব্যাটিংয়ে প্রতিপক্ষের রানের পাহাড় টপকে স্মরণীয় এক জয়ের সম্ভাবনা দেখিয়েছেন। বাংলাদেশ মাত্র ৩ রানে হারলেও ম্যাচটিতে বড় প্রাপ্তি জাকের আলির রেকর্ড ছয় ছক্কার মারে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস। 

অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে শুরুতে ছিলেন না তরুণ এই উইকেটরক্ষক ব্যাটার। পরে আলিসের বদলি হয়ে সিরিজ শুরুর আগমুহূর্তে জাতীয় দলের দরজা খুলে যায়। আর প্রথম ম্যাচে একাদশে সুযোগ পেয়েই করেন বাজিমাত। জাকেরকে দেখে খুশি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।

যদিও সর্বশেষ বিপিএলেই জাকেরকে প্রথম দেখেছেন হাথুরু। সিলেটে আজ শেষ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার কোচ বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি।’

ফিনিশার হিসেবেও জাকেরকে মনে ধরেছে হাথুরুসিংহের, ‘সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ-ছয়-সাতে ব্যাটিং করবেন। কারণ, বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’

এসএইচ/এফআই