আমরাও এখন টি-টোয়েন্টি খেলতে পারি : পাপন
কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শেষ হয়েছে। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে দাপট ছিল দেশি ক্রিকেটারদের। সেই টুর্নামেন্ট শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে একই ফরম্যাটের আন্তর্জাতিক সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ হারলেও, দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে তারা সিরিজে সমতা ফিরিয়েছে। যা নিয়ে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
আজ (বৃহস্পতিবার) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রী পাপন বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই— এরপরও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’
বিজ্ঞাপন
আগামী বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাড়বে কি না এমন প্রশ্নে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি ফ্র্যাঞ্চাইজি যোগ হয়, খরচ অনেক বেড়ে যাবে। আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক-সেদিক করতে পারতাম, তাহলে আমরা অনেক ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।’
আরও পড়ুন
তবে বিপিএল সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের কথা জানাতে ভুললেন না ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশে পর্যাপ্ত স্টেডিয়াম আছে উল্লেখ করে পাপন বলেন, ‘বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, যেমন হোটেল দরকার সব জায়গায়, সে সুযোগগুলো নেই। আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। ইতোমধ্যে আমাদের পর্যাপ্ত স্টেডিয়াম আছে।’
এসএইচ/এএইচএস