প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তবে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এসে টাইগারদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য হারের কারণ হিসেবে বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন লঙ্কানদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ।

তিনি বলেন, 'আমার মনে হয় আমরা অন্তত ১৫-২০ রান কম করেছি এমন উইকেটে। বিশেষ করে সিলেটের মাঠে পরে বোলিং করাটা কন্ডিশন (উপযোগী নয়)। টস গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ দুই ম্যাচেই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। এটাই গুরুত্বপূর্ণ ছিল। আসলে কামিন্দুর রান আউট এবং চারিথের আউট আমাদের ক্ষতি করেছে। যদি তারা আরও খেলতে পারত তাহলে আমাদের লাভ হত।'

এছাড়া ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেন, ‘প্রথমত আমরা ২০-২৫ রান কম করেছি। পরে কামিন্দুর (মেন্ডিস) রানআউটও ম্যাচে বেশ বড় ভূমিকা রেখেছে। ব্যাটার হিসেবে আমাদের বড় রান করতে হবে, বিশেষ করে এমন কন্ডিশনে। কারণ এমন কন্ডিশনে বোলার বোলিং করাটা বেশ কঠিন।’

ম্যাথিউসকে নিয়ে আসালাঙ্কা জানান, ‘হ্যাঁ এজন্যই তো সে দলে আছে। সে অনেক অভিজ্ঞ এবং দলের জন্য অবদান রেখেই চলেছে। তাদের (বাংলাদেশের) ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে বিশেষ করে (নাজমুল হোসেন) শান্ত, (তাওহিদ) হৃদয় এবং লিটন (দাস) কে। তারা দারুণ ব্যাট করেছে।’

এসএইচ/এইচজেএস