শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাঁচাতে আজ (বুধবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে লঙ্কানদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য টাইগাররা ১১ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জিতেছে। নাজমুল শান্ত-তাওহীদ হৃদয়রা লক্ষ্য ছুঁলেও, এমন জয়ের ভিত আগেই গড়ে দিয়েছিলেন বোলাররা। ম্যাচ শেষেও তাদেরই বেশি কৃতিত্ব দিলেন অধিনায়ক শান্ত। 

আগের ম্যাচের মতো এদিনও শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি। বল হাতে বাংলাদেশের শুরুটা খারাপ ছিল না। যদিও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় লঙ্কান ব্যাটাররা। শেষ পর্যন্ত বড় জুটি গড়তে না পারায় তাদের ইনিংস থামে ১৬৫ রানে। আগের ম্যাচে দুই’শ ছাড়ানো লঙ্কানদের দৌড় সত্তরের ঘরে আটকে দেওয়ায় টাইগারদের অবদান স্বীকার করতেই হবে!

১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস। লঙ্কান বোলারদের শুরু থেকেই একের পর এক সীমানা ছাড়া করেছেন তারা। সৌম্য ২৬ ও আরেক ওপেনার লিটন করেন ৩৬ রান। বাকি কাজ সারেন তাওহীদ হৃদয় এবং শান্ত জুটি। এই দুই ব্যাটার মিলে ৮৭ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন ১১ বল বাকি থাকতেই। শান্ত ৫৩ এবং হৃদয় অপরাজিত থাকেন ৩২ রান করে। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক শান্ত।

ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া মন্তব্যে শান্ত জানিয়েছেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দের, বিশেষ করে আমাদের বোলারদের, আমরা যেভাবে বোলিং করেছি তাতে সত্যিই খুশি। আমি কোনো নির্দিষ্ট বোলারকে কৃতিত্ব দিতে চাই না, কেননা সব বোলারই ভালো করেছে। ব্যাট হাতেও শুরুটা খুব ভালো করেছিলাম,সেটা পরবর্তীতে আমাদের সাহায্য করেছে। একজন ব্যাটসম্যান হিসেবে প্রতিটি ম্যাচে রান করার চেষ্টা করতে হবে, আমি আমার ফর্ম নিয়ে খুশি।’

এসএইচ/এএইচএস