আভিষকাকে ফিরিয়ে টাইমড আউট উদযাপন শরিফুলের
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। একই ম্যাচে সাকিব আল হাসানকে আউট করে 'টাইমড আউট' উদযাপন করেছিলেন ম্যাথিউস। মাস কয়েক পর এবার দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে টাইমড আউট উদযাপন করে সেই ঘটনাকে আবার স্বরণ করালেন শরিফুল ইসলাম।
ইনিংসের প্রথম বলেই শরিফুল ইসলামকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেছিলেন আভিষকা ফার্নান্দো। তবে পরের বলেই জবাব দেন শরিফুল। এই বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে যেয়ে ব্যাটের আউট সাইড এজে বল চলে যায় উইকেটের পেছনে। সহজ ক্যাচ নেন লিটন দাস।
বিজ্ঞাপন
দ্বিতীয় বলে উইকেট নিয়ে শরিফুল উদযাপন করেছেন ‘টাইমড আউট’-এর ভঙ্গিতে। যা ভারত বিশ্বকাপের সেই ঘটনাকে আবার মনে করিয়ে দিলো। এই ম্যাচে অবশ্য খেলছেন না সাকিব। তবে ম্যাথিউস আছেন শ্রীলঙ্কার একাদশে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১২৩ রান। কুশল মেন্ডিসের সংগ্রহ অপরাজিত ৫২ রান। অপর অপরাজিত ব্যাটার সামারাবিক্রমা করছেন ৪০ রান।
এইচজেএস