কিছুদিন আগে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল পিসিবি। যেখানে জাতীয় দলের হয়ে খেলার চেয়ে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়। ওই সিদ্ধান্তের দুদিন পরই দেশটিতে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল। যেখানে হারিস খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। পিসিবির বিরুদ্ধে অভিযোগ তুলেছে দলটি, তাদের দাবি— সংস্থাটি হারিসের মানহানি করেছে!

 বিশেষ করে পিএসএল শুরুর দুদিন আগে হারিসের সমালোচনা এবং কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়ার বিষয়টিকে অপমানজনক বলে মনে করছেন লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিক সামিন রানা। ওই সময়ে এমন সিদ্ধান্ত নেওয়া বাড়াবাড়ি বলেও জানান সামিন, ‘ওই সময়ে (পিএসএলের আগমুহূর্তে) এমন ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ নিকট ভবিষ্যতে পাকিস্তানের সিরিজ নেই কিংবা ইমারজেন্সি পরিস্থিতি নেই যে তখনই কেন্দ্রীয় চুক্তি বাতিলের ঘোষণা দিতে হবে। যে যুক্তিই দেখানো হোক, সময়টা যথাযথ ছিল না। এটি মানসিকতার ওপর বড় আঘাত আঘাত, কারণ সারাজীবনই তার লক্ষ্য পাকিস্তানের হয়ে খেলা।’

এমনকি এই ঘটনায় পিসিবি অপেশাদার আচরণ করেছে বলেও মত লাহোর মালিকের। এই কাজের মাধ্যমে ক্রিকেট বোর্ড অধস্তনদের প্রতি আচরণের ন্যূনতম স্ট্যান্ডার্ডও বজায় রাখেনি বলে মন্তব্য সামিন রানার, ‘রউফ আমাদের প্রধান বোলার, শাহিন আফ্রিদির দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও সে। প্রকাশ্যে তাকে অপমান করা এবং চুক্তি বাতিলের বিবৃতি দেওয়ার মতো এমন কোনো ঘটনা আমি আগে কোথাও দেখিনি।’

লাহোরের মালিক সামিন রানার সঙ্গে হারিস রউফ

তিনি আরও বলেন, ‘আমি কখনও আমার একজন ক্রিকেটারকে এমন পরিস্থিতিতে ফেলব না। সে কমপক্ষে একটি ফোনকল, ইমেইল কিংবা মেসেজ পাওয়ার যোগ্য। রউফের সঙ্গে যা ঘটেছে তা বেদনাদায়ক। এটি সত্যিই বাজে ব্যবস্থাপনা।’

উল্লেখ্য, কয়েকদিন আগে চোটের কারণে পিএসএল থেকে ছিটকে গেছেন রউফ। লাহোরের একটি ম্যাচে লং-অফে ক্যাচ নেওয়ার চেষ্টায় মাটিতে পড়ার সময় কাঁধে আঘাত পান রউফ। সেই সময়ই তিনি ব্যথায় মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। ফলে তার চোট যে কিছুটা গুরুতর সেটি তখনই ধারণা করা গিয়েছিল। ম্যাচ শেষে তাকে দেখা যায় গলার সঙ্গে হাত ব্যান্ডেজ দিয়ে পেছানো অবস্থায়। পরে স্ক্যান রিপোর্টে জানা যায়– কাঁধের স্থানচ্যুতি (ডিসলোকেশন) হয়েছে তার। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে হারিসকে। যার ফলে পিএসএলের এবারের আসরও কার্যত শেষ তার জন্য।

এর আগে কেন্দ্রীয় চুক্তি থেকে রউফকে বাদ দেওয়ার সময় পিসিবির গভর্নিং বডির বিবৃতিতে বলা হয়— অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৩-২৪ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকতে না চাওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় পিসিবি পেসার হারিসকে শাস্তি দিয়েছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে পিসিবির কেন্দ্রীয় চুক্তি বাতিল হয়েছে তার। একইসঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত তাকে বিদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের এনওসি–ও দেওয়া হবে না।

এএইচএস